'আপনার মা-বোনকে...'! ভরা মঞ্চ থেকে ভয়ঙ্কর হুমকি তৃণমূল নেতার, বদলা নেওয়ার ঘোষণা লাভলি মৈত্রের, দেখুন ভিডিও

Published : Sep 02, 2024, 11:35 AM ISTUpdated : Sep 02, 2024, 12:20 PM IST
mamata banerjee

সংক্ষিপ্ত

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ফোঁস' মন্তব্যের পরেই তৃণমূল নেতাদের হুমকির মাত্রা যেন বেড়ে গিয়েছে! এবার সেই 'ফোঁস' করলেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার। অতীশ সরকার ভরা মঞ্চে যে বক্তব্য রেখেছেন, তা কার্যত মাথা ঘুরিয়ে দেবে আপনার।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত। সেটাই কি হজম হচ্ছে না তৃণমূলের? প্রতিবাদ বিক্ষোভ থামাতে এবার হুমকির রাস্তায় নেমে এসেছেন তৃণমূল নেতারা। এই প্রতিবেদন সেই ভাইরাল ভিডিওকে নিয়ে, যেখানে এক তৃণমূল নেতাকে কার্যত বাড়ির মা বোনেদের সম্মান নষ্ট করার হুমকি দিতে দেখা গেল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ফোঁস' মন্তব্যের পরেই তৃণমূল নেতাদের হুমকির মাত্রা যেন বেড়ে গিয়েছে! এবার সেই 'ফোঁস' করলেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার। অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী অতীশ সরকার ভরা মঞ্চে যে বক্তব্য রেখেছেন, তা কার্যত মাথা ঘুরিয়ে দেবে আপনার। বিভিন্ন এলাকার প্রতিবাদী মহিলাদের বিশেষ করে বাড়ির মা বোনেদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়ার হুমকি দিলেন এই নেতা। এই ভিডিও হয়েছে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

ঠিক কী বললেন তিনি! অতীশ সরকারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা করলে পরিণাম ভালো হবে না। এতদিন তৃণমূল কংগ্রেস চুপচাপ রয়েছে। এবার যদি তৃণমূল নেত্রীর কথামত ফোঁস করতে শুরু করে, তাহলে নাকি বাড়ির মা বোনেরা রাস্তায় বের হতে পারবেন না! তাদের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিলে কোথায় যাবেন প্রতিবাদীরা! শুনে নিন কী বলছে এই তৃণমূল নেতা!

এদিকে প্রায় একই সুরে হুমকির সুর শোনা গেল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের গলাতেও। প্রতিবাদ সভায় দাঁড়িয়ে বললেন '২০১১ সালে বদল এসেছিল। আমরা কিন্তু বদলা নিইনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করলে তৃণমূল কংগ্রেস বদলা নিতে শুরু করবে। তখন আপনারা টিঁকতে পারবেন তো!' নিজের কানে শুনে নিন কী বললেন এই বিধায়ক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ