কেন চরম উৎকন্ঠায় দিন গুনছে সরকারি কর্মীরা? ডিএ বাড়বে নাকি উল্টে কর্মী ছাঁটাই করবে সরকার!

মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে মমতা সরকারের বিরুদ্ধে মামলা। বছরের শুরুতেই রায় জানার আগেই কর্মী ছাঁটাইয়ের জল্পনা নিয়ে বাড়ছে উদ্বেগ 

Deblina Dey | Published : Jan 16, 2025 3:32 PM
111

কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে তো বটেই এমনকী দেশের বাকি রাজ্যগুলির থেকে মহার্ঘ ভাতা বিষয়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন বাংলার সরকারি কর্মীরা।

211

যদিও প্রথম থেকেই স্পষ্ট করে সরকারের পক্ষ থেথে জানিয়ে দেওয়া হয়েছিল এখনই এতগুন ভাতা বৃদ্ধি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়।

311

এই নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে সুপ্রিম কোর্টে মমতা সরকারের বিরুদ্ধে ডিএ বৃদ্ধির বিষয়ে মামলা চলছে।

411

বছরের শুরুতেই এই মামলার ফলাফল জানতে পারবে সরকারি কর্মীরা। সেই আশাতেই দিন গুনছে কর্মীরা।

511

কর্মচারীদের দাবী যেখাবে পুজোয় ক্লাবগুলিতে এত টাকা দান বছর-জুড়ে মাসিক এত টাকার প্রকল্প চালাতে পারলে রাজ্য সরকারি কর্মীদের হকের টাকা মিলবে না কেন?

611

ডিএ বৃদ্ধি নিয়ে এমনিতে চাপে রয়েছে কর্মীরা তার মধ্যে আরও আশঙ্কা বাড়াচ্ছে কর্মী ছাঁটাইয়ের জল্পনা।

711

যেখানে কেন্দ্র অষ্টম বেতন কমিশন গঠনের কাজ চলছে, সেখানে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতনের বকেয়া ভাতা নিয়ে চলছে মামলা

811

এর মধ্যেই রাজ্যে কোন কোন দফতের কত কর্মী রয়েছে এমন চিঠি পৌঁছতে শুরু করেছে।

911

ফলে নিয়োগ বা মহার্ঘ ভাতার বকেয়া টাকা পাওয়ার বদলে ছাঁটাই হবে কিনা স বিষয়েও বাড়ছে জল্পনা। ফলে এখন শিরে সংক্রান্তি রাজ্য সরকারি কর্মীদের।

1011

২০২৪ সালে এর সঠিক সমাধান পেতে কর্মীরা মামলা দায়ের করেন মমতা সরকারের বিরুদ্ধে। তবে এখন চিন্তায় ঘুম উড়েছে কর্মীদের।

1111

শেষে বকেয়া টাকা পেতে গিয়ে শেষমেষ চাকরি থেকে বরখাস্তের চিঠি জুটবে নাতো! চিন্তায় কর্মীরা

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos