রাজ্যে নিরাপদ নয় শিশুরাও! পুকুরের পাশে পড়ে রয়েছে ক্ষত-বিক্ষত দেহ, ৯ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, উত্তাল জয়নগর

Published : Oct 05, 2024, 09:47 AM ISTUpdated : Oct 05, 2024, 11:11 AM IST
 rape in bihar

সংক্ষিপ্ত

পুকুরের পাশে পড়ে রয়েছে ক্ষত-বিক্ষত দেহ! ৯ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, উত্তাল জয়নগর

কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ধর্ষণ করে খুন! ন বছরের ছাত্রীকে ধর্ষণ ও খুন করল এক যুবক। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের ঘটনা। রাতে বাড়ির পাশে উদ্ধার করা হয় মৃত কিশোরীর পরিত্যক্ত দেহ।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায়। মৃত ছাত্রী চতুর্থ শ্রেণির বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিক্ষোভ দেখা দেখাচ্ছেন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের। শনিবার সকাল থেকে জয়নগর থানা ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ।

জানা গিয়েছে শুক্রবার সকাল থেকে পুলিশ বিষয়টিকে আমলই দেয়নি যার জেরেই ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসীরা। থানায় ভাঙচুরও চালান হয়েছে। 

জানা গিয়েছে প্রতিদিনের মতো শুক্রবারে টিউশন পড়তে গিয়েছিল শিশুটি। সেখান থেকেই ফেরার পথেই এই ঘটনা ঘটে। নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলেই অভিযোগ করেছে মৃতার পরিবার।

প্রথমে বিষয়টিকে গুরুত্বদেয়নি বলে জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ নামানো হয়েছে। পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ। কাদানে গ্যাসও ছোড়া  হয়েছে বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

আচমকাই ভোল বদল আবহাওয়ার, সংক্রান্তিতে কি ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে এল নয়া আপডেট
বিবেকানন্দ জয়ন্তীতে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন | Suvendu Adhikari News