পুজোর সময় দারুণ সুখবর! হারানো রোজভ্যালির টাকা এবার ঝটপট ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

পুজোর সময় দারুণ সুখবর! হারানো রোজভ্যালির টাকা এবার ঝটপট ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

পুজোর আগে আরও একটা দারুণ সুখবর! শুরু হল রোজভ্যালিতে প্রতারিত অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া। প্রথম দফায় প্রায় ৭৩৪৬ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে অ্যাসেড ডিসপোজাল কমিটির তরফে জানা গিয়েছে যে প্রায় ২৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল এবং স্ক্রুটিনির পর সেখান থেকে বহু আবেদনপত্র বাদ দেওয়া হয়। শেষমেষ ৭৩৪৬ জন আমানতকারীর অ্যাকাউন্টে ১০২০০ টাকা করে পাঠানো হয়।

Latest Videos

তবে একসঙ্গে টাকা পাবেন না আমানতকারীরা। প্রতিবাদের জন্য টাকা ফেরতের জন্য WWW.rosevalleyadc.Com ওয়েবসাইটে আবেদন জানাতে বলা হয়েছে।

এই ওয়েবসাইটে আবেদন জানান লক্ষাধিক মানুষ। সেখান থেকে স্ক্রুটিনির পর বহু আবেদনপত্র বাদ দিয়ে ৭ হাজারের বেশি মানুষের অ্যাকাউন্টে প্রথম দফায় টাকা ফেরানো হয়। জানা গিয়েছে, এদিন রোজভ্যালি কাণ্ডে প্রতারিত টাকা ফেরত নিয়ে বৈঠক হয়।

সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান।

তিনি জানান, সিবিআই রোজভ্যালি মামলায় এফআইয়ার দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এরপর ইডির হাতে গ্রেফতার হন রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডু। ইতিমধ্যেই তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। তবে তাঁর মোবাইস ও ল্যাপটপের হদিশ মিলছে না বলেই জানা গিয়েছে।

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech