ডিএ-র বাড়তেই পাল্লা দিয়ে বাড়ল কড়াকড়িও! 'আর ফোন নিয়ে ঢোকা যাবে না অফিসে', নতুন নিয়ম আনল রাজ্য সরকার

Published : Jul 02, 2024, 07:59 PM ISTUpdated : Jul 07, 2024, 09:19 AM IST
Mamata

সংক্ষিপ্ত

ডিএ-এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল কড়াকড়িও! 'আর ফোন নিয়ে ঢোকা যাবে না অফিসে', নতুন নিয়ম আনল রাজ্য সরকার

দেওয়া হয়েছে ডিয়ে। ভাতা ও বেতন ও বৃদ্ধি করেছে রাজ্য। কিন্তু টাকা বাড়লেও সরকারি কর্মচারিদের কাজে কড়াকড়ি আনছে রাজ্য সরকার। লোকসভা ভোটের পরে নাকি একাধিক খবর নাকি বাইরে চলে যাচ্ছে । তাই রুখতেই এবার নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার।

গতমাসের প্রশাসনিক বৈঠকে রীতিমতো ক্ষোভ উগরেছে মমতা। ভিতকরের সব কীভাবে বাইরে চালান হচ্ছে তা নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

তাই এবার নিরাপত্তার খাতিরে আর মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না অফিসে। মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকার সময় যেমন মোবাইল ফোন বাইরে রেখে ঢুকতে হয়। তেমনই এবার থেকে অর্থ ও স্বরাষ্ট্র দফতরের ঢোকার সময়তেও ফোন বাইরে রেখে ঢুকতে হবে।

কিন্তু হঠাৎ এ নজরদারি কেন? সব খবর নাকি বাইরে চালান হয়ে যাচ্ছে তাই এবার সিসিটিভি আরও জোরদার করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: বঙ্গে মোদীর আগমন ঘিরে বড় বার্তা শমীকের! দেখুন কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি
বিয়ের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কড়কড়ে ২৫০০০ টাকা, জানুন কী করে পাবেন প্রকল্পের টাকা