মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ কলকাতা হাইকোর্টে মানহানির মামলা রাজ্যপালের, শুনানি বুধবার

Published : Jul 02, 2024, 07:07 PM ISTUpdated : Jul 02, 2024, 07:09 PM IST
Governor CV Anand Bose filed a case against CM Mamata Banerjee in the High Court  bsm

সংক্ষিপ্ত

বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে, রাজ্যের ভোটপরবর্তী সন্ত্রাস-সহ একাধিক বিষয়েই রাজ্য-রাজভবনের সংঘাত চলেছে। 

রাজ্য-রাজভবন সংঘাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল বলা যেতে পারে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা হাইকোর্টে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সূত্রের খবর বুধবার , কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হওয়া সম্ভাবনা রয়েছে।

বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে, রাজ্যের ভোটপরবর্তী সন্ত্রাস-সহ একাধিক বিষয়েই রাজ্য-রাজভবনের সংঘাত চলেছে। সবে নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জটিলতা মারাত্মক আকার নিয়েছে। দুই বিধায়কের দাবি তারা বিধানসভায় শপথ গ্রহণ করবেন। আর রাজ্যপাল জানিয়েছেন, রাজভবনে গিয়ে তাঁদের শপথ নিয়ে আসতে হতে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের বিধায়কদের পক্ষই নিয়েছেন। সূত্রের খবর এই রাজ্যপাল সিভি আনন্দ বোস শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ।

এই ঘটনার বিরুদ্ধেই রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা ঠুঁকলেন। যদিও আগেই রাজ্যপাল জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চান। শুক্রবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ কথাও বলেন এই বিষয় নিয়ে। তারপরেও তিনি জানিয়েছিলেন নিজের সিদ্ধান্ত থেকে নড়ছেন না তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই মামলাই দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যে একের পর এক গণপ্রহারের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেছেন রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি আরও বলেছেন, এর থেকে জঙ্গলও ভাল। চোপড়ায় প্রকাশ্যে সালিশি সভা বসিয়ে  যুগলকে মারধরের ঘটনারও তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল। এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP News: মুর্শিদাবাদে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ! বড়ঞায় বিজেপিতে যোগ দিল শতাধিক নেতৃত্ব
জুতো পায়ে আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে তৃণমূল নেতা