আজ থেকেই বদলে যাচ্ছে হাওড়া ও শিয়ালদহের এই ট্রেনগুলির সময়সূচি! দেখে নিন আপডেটেড টাইমটেবিল

Published : Jan 01, 2026, 09:42 AM IST
Local Train

সংক্ষিপ্ত

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেনের সময় সীমা বদল করা হয়েছে। শুধু পরিবর্তনই নয় কিছু ট্রেন বাড়ানো হয়েছে।

নতুন বছরের শুরুতেই বড়সড় রদবদল হতে চলেছে পূর্ব রেলের সময়সূচিতে। আগামী ১ জানুয়ারি থেকে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনছে রেল। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচলকে আরও সময়ানুবর্তী করতে এবং ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এই নতুন টাইম টেবিল (New time table) কার্যকর করা হচ্ছে। শুধু সময়ের পরিবর্তন নয়, যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সম্প্রসারিত করা হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, এই পরিবর্তন সম্ভব হয়েছে সারা বছর ধরে চালানো নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত কাজের ফলেই। এদিকে বিগত কয়েক বছরে দফায় দফায় ট্রেন বাতিলের জেরে যাত্রী ভোগান্তিও চরমে উঠেছে। হাওড়া, শিয়ালদহ সব শাখাতেই বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ ট্রেন। রেল যদিও বলছে, একটানা কাজের জেরেই প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি সামগ্রিক পরিকাঠামোগত উন্নতিও হয়েছে। তারই সুফল এবার পাবনে যাত্রীরা। এই নতুন সময়সূচিতে মেল ও এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন এবং লোকাল ট্রেনের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

নতুন বছর থেকে ছয় জোড়া হাওড়া–আরামবাগ–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬) গোঘাট পর্যন্ত চলবে। এছাড়াও দুই জোড়া হাওড়া–তারকেশ্বর–হাওড়া ইএমইউ লোকাল (৩৭৩৪১, ৩৭৩৫৪) এবার থামবে গোঘাটে। চারজোড়া তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর ইএমইউ লোকালের যাত্রা (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬) গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও, নতুন বছর থেকে একটি শিয়ালদহ–রানাঘাট ইএমইউ লোকাল (৩১৬৩৫) শান্তিপুর পর্যন্ত চলবে। ৩০১১৩ বি.বি.ডি. বাগ–বারাকপুর ইএমইউ লোকালের যাত্রা কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এবার থেকে ৩১২৪২ বারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকালও কল্যাণী পর্যন্ত চলবে।এছাড়াও দু’টি বর্ধমান–তিনপাহাড় মেমু ট্রেনের যাত্রা (৬৩০৬৩, ৬৩০৬৪) সাহিবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হল।

পূর্ব রেল জানিয়েছে, ছয়টি ট্রেন চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে। ৩৩৩১৮ ও ৩৩৩২১ হাসনাবাদ–বারাসাত–হাসনাবাদ ইএমইউ লোকাল পূর্বে সপ্তাহে ছয় দিন চলত। নতুন টাইম টেবিল অনুযায়ী, এই দুটি ট্রেন এবার থেকে প্রতিদিন চলবে। অন্যদিকে, ৩১২২৩ ও ৩১২৪২ শিয়ালদহ–ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকাল ও ৩০১১৬, ৩০১১৩ বারাকপুর বি.বি.ডি. বাগ ইএমইউ লোকাল প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন চলবে। পূর্বরেল জানিয়েছে, মোট ৪৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন ও ২০৩টি ইএমইউ, মেমু, ডেমু, প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে সংশোধন আনা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: আজ থেকেই বদলে যাচ্ছে হাওড়া ও শিয়ালদহের এই ট্রেনগুলির সময়সূচি! দেখে নিন আপডেটেড টাইমটেবিল
ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের মৃত্যুতে নয়া মোড়, বিস্ফোরক অভিযোগ SI-এর স্ত্রীর | Canning News