দীর্ঘ টানাপোড়েন, মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি হাইকোর্টের

Published : Dec 31, 2025, 06:51 PM ISTUpdated : Dec 31, 2025, 06:58 PM IST
Suvendu Adhikari Accuses Mamata Banerjee of Hindu Division Politics in Bengal

সংক্ষিপ্ত

Suvendu Adhikari: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি-র (BJP) সভার অনুমতি নিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যেতে হয়েছে। এবারও মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিতে সেই আদালতে যেতে হল বিজেপি-কে।

DID YOU KNOW ?
শুভেন্দুর সভার অনুমতি
মালদা জেলা প্রশাসন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভার অনুমতি না দিলেও, কলকাকাতা হাইকোর্ট সেই অনুমতি দিয়েছে।

Calcutta High Court: মালদার (Malda) চাঁচলের (Chanchal) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ জানুয়ারি চাঁচলের কলম বাগানে সভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা। সভা করার অনুমতি চেয়ে বিজেপি (BJP) নেতৃত্বের তরফে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর এজলাসে মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত সভা করার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মোট দুই ঘণ্টা সভা করা যাবে। সভায় নয় হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না। এছাড়াও ৭০টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। সভাস্থলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশ-প্রশাসনকেই নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপি-তৃণমূলের চাপানউতোর

কলকাতা হাইকোর্টের এই নির্দেশে বিজেপি নেতৃত্ব স্বস্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে মালদার চাঁচলের কলম বাগানে শুভেন্দুর সভার জন্য মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। 'শুভেন্দু অধিকারীকে সভা করতে না দেওয়ার ষড়যন্ত্র করেছিল তৃণমূল (AITC)। তৃণমূলের গালে থাপ্পড় পড়েছে' বলে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, পাল্টা বিজেপিকে তোপ দেগে তৃণমূল বলেছে, ‘এই অঞ্চল অশান্ত করতে আসছে। বিভাজনের রাজনীতি করবে।’ এরই মধ্যে এই সভাকে কেন্দ্র করে চাঁচল ও সংলগ্ন অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে শুরু করেছে পুলিশ-প্রশাসন।

শুরু ভোটের প্রচার 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কলকাতায় এসে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly elections) দামামা বাজিয়ে দিয়েছেন। শুভেন্দু নিয়মিত রাজ্যের বিভিন্ন প্রান্তে সভায় যোগ দিচ্ছেন। মালদায় তাঁর সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী জেলা মালদা। সেখানে শুভেন্দুর সভায় বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ উঠে আসতে পারে। রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ করতে পারেন বিরোধী দলনেতা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ জানুয়ারি মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর জনসভা।
২ জানুয়ারি জনসভা উপলক্ষে মালদার চাঁচলে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Read more Articles on
click me!

Recommended Stories

ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের মৃত্যুতে নয়া মোড়, বিস্ফোরক অভিযোগ SI-এর স্ত্রীর | Canning News
ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের মৃত্যুতে নয়া মোড়, বিস্ফোরক অভিযোগ SI-এর স্ত্রীর