Weather News: আজ মঙ্গলবার সকালে আকাশ কুয়াশাচ্ছন্ন। দিনের বেলা আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি এবং ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে দিনের বেলা মেঘলা আকাশ থাকতে পারে। সাথে ঠান্ডা বাতাস।
ইতিমধ্যেই মেঘহীন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার আভাস শুরু হয়েছে। যা বর্তমানে শুষ্ক মৌসুমে শীতের প্রবেশ পুনঃপ্রবর্তন বলে মনে করা হচ্ছে। বলা যায়, বাংলায় শীতের প্রবেশ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ সর্বনিম্ন তাপমাত্রা যদি ১৫ ডিগ্রির নিচে চলে যায় এবং তিন দিন স্থিতিশীল না থাকে, তাহলে বলা যায় না যে শীত আছে। বরং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি। তবে হাওয়া অফিস বলছে, সর্বনিম্ন তাপমাত্রার পতন আপাতত বন্ধ হলেও আবার শুরু হবে। তাই তুষারপাতের পর আমরা অপেক্ষা করছি শীতের। পাহাড় হোক বা সমতল, আপাতত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ শুষ্ক থাকবে। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রার এক থেকে দুই ডিগ্রির ওঠানামা হতে পারে, তবে বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে। ফলে থমকে যাওয়া শীতের পর্ব আবার শুরু হতে পারে। তেমনি ঠান্ডার স্বাদ থাকলেও ঠান্ডার কামড় নেই। বাতাসে আর্দ্রতা ফিরে আসছে। সমুদ্রের উপর দিয়ে ঘূর্ণিঝড়ের ঘনীভবনের কারণে জলীয় বাষ্প বাংলার বাতাসে প্রবেশ করে। কিন্তু এটা সাময়িক।