বর্তমানে রাজ্য থেকে ভিনরাজ্যে আলু রফতনির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই কারণে বিভিন্ন রাজ্যের সীমানায় দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই ট্রাক।
রফা সূত্র অধরা। এবার আবার দাম বাড়তে পারে আলুর। সোমবার রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল। কিন্তু সেখানে কোনও রফাসূত্র পাওয়া যায়নি। ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা নিয়ে সরকার পক্ষ কোনও রকম আশ্বাস দেয়নি। আর সেই কারণেই সোমবার রাত থেকেই ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। যার কারণে মঙ্গলবার থেকে খোলা বাজারে আলুর দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে রাজ্য থেকে ভিনরাজ্যে আলু রফতনির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই কারণে বিভিন্ন রাজ্যের সীমানায় দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই ট্রাক। ক্ষতি হচ্ছে- এই অভিযোগ তুলেই সোমবার থেকে আলু ব্যবসায়ীরা ধর্মঘটের হুমকি দিয়েছিল। সোমবার রাত থেকেই হিমঘর থেকে আর আলু বার করা হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। যার কারণ আজ রাত থেকেই বন্ধ আলু বের করার কাজ। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেচারাম মান্ন বৈঠকে বসেছিলেন। তাঁর ওপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু নিয়ে চলমান সমস্যা মেটানোর দায়িত্ব দিয়েছেন। কিন্তু সেখানেও পাওয়াগেল না কোনও রফাসূত্র।
অন্যদিকে ধর্মঘট চলাকালীন গোটা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি জরুরি বৈঠক ডেকেছে। সেখানে ধর্মঘট ও সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে, রাজ্যের বাইরে আলু রফতানির ক্ষেত্রে রাজ্যের সীমানায় পুলিশের জুলুমবাজি ও কড়াকাড়ির প্রতিবাদে সোমবার রাত থেকেই রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
সম্প্রতি রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পথে নামে টাস্ক ফোর্স। সবকিছু খতিয়ে দেখে ভিন রাজ্যে আলু রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরই আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির হুঁশিয়ারি দিল। অন্যদিকে গত ২৩ নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানে কেজি প্রতি আলুর দাম ২৬ টাকা রাখার নির্দেশ দেন তিনি। কিন্তু তারপরেও খোলা বাজারে আলুর দাম ৪০ টাকার আশেপাশে। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অনেকেই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।