ফের বেড়ে গেল স্কুলের ছুটি! গরমের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

Published : Jun 09, 2025, 11:28 AM IST

জুন মাসের প্রথম সপ্তাহ শেষ হলেও বর্ষার কোনো লক্ষণ নেই এবং তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায়, স্কুল খোলা হলেও, অনেকের দাবি, গরমের ছুটি আবার দেওয়া হোক। সেই কথা মাথায় রেখে ফের বেড়ে গেল স্কুলের ছুটি?

PREV
17

জুন মাসের প্রথম সপ্তাহ শেষ। কিন্তু এখনও বর্ষার দেখা নেই। গরমের চোটে নাভিশ্বাস ছুটছে মানুষের।

27

পারদ চড়ছে হুড়মুড়িয়ে অন্যদিকে বৃষ্টির বিন্দুমাত্র দেখা নেই। কালঘাম ছুটছে মানুষের।

47

তবে যেভাবে গরম বাড়ছে তাতে ফের স্কুলে ছুটি পড়ে যাওয়ার দাবি জানিয়েছে অনেকে।

57

এক্ষেত্রে ফের পড়ে যেতে পারে গরমের ছুটি। এমনই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

67

গরমের কথা মাথায় রেখেই টানা ছুটি পড়লেও আবার পড়তে পারে গরমের ছুটি।

77

কিন্তু এখনও পর্যন্ত লিখিত ভাবে কোনও ঘোষণা জানায়নি রাজ্য সরকার। তবে যেভাবে গরম বাড়ছে তাতে ফের স্কুলে ছুটি পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories