এপ্রিল মাস এখনও পড়েনি তাতেই সূর্যের তাপে ঝালাপালা মানুষ। গত বছর তীব্র তাপ প্রবাহের জেরে স্কুলের ছুটি বাড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এই বছরও বাড়ল গ্রীষ্মের ছুটি।
27
জানা গিয়েছে এই বছর সাধারণ সিদ্ধান্ত অনুযায়ীরবিবার বাদে ১১ দিন গরমের ছুটি দেওয়া হবে স্কুলে।
37
তবে গরম বেড়ে গেলে এই ছুটি আরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সবটাই নির্ভর করছে তাপপ্রবাহের উপরে।
47
মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী, ১২ মে থেকে পড়ছে গরমের ছুটি। ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
57
গত বছরও ১০ দিনের ছুটি দেওয়া হয়েছিল। পরে গ্রীষ্মের দাপটের জন্য এই ছুটি বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়।
67
এবার শুরুতেই গতবারের চেয়ে একদিন বেশি ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীকালে ছুটির মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
77
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার গরমের ছুটি-সহ মোট ৬৫ দিন স্কুল ছুটি থাকবে। সেই অনুযায়ী কতদিন বাড়বে গরমের ছুটি তা এখনও অনুমান সাপেক্ষ।