এপ্রিল মাস এখনও পড়েনি তাতেই সূর্যের তাপে ঝালাপালা মানুষ। গত বছর তীব্র তাপ প্রবাহের জেরে স্কুলের ছুটি বাড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এই বছরও বাড়ল গ্রীষ্মের ছুটি।
27
জানা গিয়েছে এই বছর সাধারণ সিদ্ধান্ত অনুযায়ীরবিবার বাদে ১১ দিন গরমের ছুটি দেওয়া হবে স্কুলে।
37
তবে গরম বেড়ে গেলে এই ছুটি আরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সবটাই নির্ভর করছে তাপপ্রবাহের উপরে।