আবারও শুরু হল শীতের দ্বিতীয় ইনিংস। একেবারে বছরের প্রথমের ফর্মে ফিরে রাজ্যবাসীকে কাঁপিয়ে দিয়েছে সে।
210
আজকের সর্বোচ্চ এবং সর্বনিন্ম তাপমাত্রা যতাক্রেমে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
310
দুই বঙ্গেই শীতের দাপটে কাঁপছে রাজ্যবাসী। যার জেরে শীত উপভোগ করায় ভালোই আমেজ উপভোগ করছে তারা।
410
বুধবার থেকে একেবারে ডিগবাজি খেয়েই পুরোপুরি বদলে গিয়েছে আবহাওয়া। যেখানে গঙ্গাসাগরে বঙ্গবাসী শীত উপভোগ না করে মন মরা হয়েগিয়েছিল, এই বুঝি শীতের শেষ।
510
সেখানে পশ্চিমী ঝঞ্ঝার বাঁধা উপেক্ষা করেই উত্তরের হাওয়া হু হু করে প্রবেশ করছে রাজ্যে যার জেরে আবারও বছরের প্রথমের মতোই জোরালো কামড় বসিয়েছে শীত
610
ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন ও উত্তরের শিরশিরে বাতাস জেন হাড়ে কাঁপুনি ধরাচ্ছে। তবে এই সুখ বঙ্গবাসীর কপালে কতদিন স্থায়াী হবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
710
কারণ হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, ১৮ জানুয়ারির পর থেকে নাকি আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা।
810
কারণ পশ্চিমী ঝঞ্ঝা আবারও জোর গতিতে প্রবেশ করবে একই ভাবে আবার বাধা পাবে উত্তরে হাওয়া।
910
ফলে বড়সড় তাপমাত্রা পতনের সম্ভাবনা আর নেই বললেই চলে। এই শ্চিমী ঝঞ্ঝার ফলে একই সমস্যা দুই বঙ্গেই প্রভাব ফেলছে। তবে কুয়াশার দাপট বজায় রেখেছে দুই বঙ্গেই।
1010
উত্তরবঙ্গে কুয়াশার জেরে দৃশ্যমানতার সমস্যা দেখা দিয়েছে। এমনকী মাঘে শীতের দাপটও তেমন একটা জোরালো থাকবেনা বলেই মনে করছে হাওয়া অফিস।