আরজিকরকাণ্ডের ছায়া পড়ল সরকারি কর্মীদের উপর! নেওয়া যাবে না অহেতুক ছুটি? মারাত্মক কড়াকড়ি শুরু করল নবান্ন

Published : Sep 08, 2024, 11:24 AM IST
Government Jobs

সংক্ষিপ্ত

আরজিকরকাণ্ডের ছায়া পড়ল সরকারি কর্মীদের উপর! নেওয়া যাবে না অহেতুক ছুটি? মারাত্মক কড়াকড়ি শুরু করল নবান্ন

আরজিকরকাণ্ডের ছায়া পড়ল রাজ্য সরকারি কর্মীদের উপরেও। সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

এই নির্দেশিকায় বলা হয়েছে, পরিকাঠামোর উন্নয়ন ও মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যেকোনও কাজই দ্রুত ও ঠিকমতো করতে হবে। নানা বাহানায় অকারণে অফিসে অনুপস্থিত থাকতে আর পারবেন না সরকারি কর্মীরা। এটিকেও সার্ভিস রুলে লঙ্ঘন হিসাবেই দেখা হবে।

শনিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, লোকসভা ভোটের কারণেই এমনিতেই বহু কাজ পিছিয়ে গিয়েছে। এ ছাড়াও বহু কাজ আটকে রয়েছে প্রাকৃতিক দুর্যওগের কারণে। টানা চার মাস একেবারই ভাল করে কাজ হয়নি। এবার চার মাসের এই কাজের গতি ফেরাতে হবে। সবাইকে আরও সক্রিয় বাবে কাজ করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, " পরিকাঠামো নির্মাণের কাজ দক্ষতা ও দ্রুততার সঙ্গে করতে হবে। একই সঙ্গে করতে হবে নাগরিক পরিষেবারও কাজ যেমন- গ্রামীণ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ ইত্য়াদি প্রকল্পের কাজের দিকে নজর দিতে হবে। তা ছাড়া সরকার প্রান্তিক মানুষকে যে আর্থিক সুবিধা দেয় তা অবশ্যই সঠিক সময় পৌঁছে দিতে হবে। এই বিজ্ঞপ্তিতে সরকারি কর্মীদের আরও সুশৃঙ্খল ভাবে কাজ করার কথা বলা হয়েছে।

এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে কর্মীদের একাংশ দাবি করেছেন, " যাতে আরজিকরকাণ্ডের আন্দোলনে সরকারি কর্মীরা সামিল হতে না পারেন , তাঁরা যাতে অফিসে থাকেন তার জন্যই এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। "

                       আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর