Salary Hike: আবার বেতন বাড়াল রাজ্য সরকার! দ্বিগুণ হল স্যালারি, এপ্রিল মাসে ঢুকবে একসঙ্গে ৪ মাসের বাড়তি টাকা

Published : Mar 31, 2025, 10:01 AM ISTUpdated : Mar 31, 2025, 10:53 AM IST

আবার বেতন বাড়াল রাজ্য সরকার! দ্বিগুণ হল স্যালারি, এপ্রিল মাসে ঢুকবে একসঙ্গে ৪ মাসের বাড়তি টাকা

PREV
17

এই রাজ্যে মোটা টাকা বেতন বৃদ্ধির ঘোষণা। এপ্রিলে বাড়তে পারে বড় অঙ্কের বেতন। এমনই দুর্দান্ত ঘোষণা দিল নবান্ন? জানেন কত টাকা বাড়তে পারে?

27

১৬ হাজার টাকা বেড়ে গিয়ে একলাফে টাকা বাড়বে ৩৮ হাজার টাকা। অর্থাৎ দ্বিগুণ টাকা বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। জেনে নিন কাদের বেতন বাড়তে চলেছে?

37

এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নবান্ন। এপ্রিল মাসেই এই টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। জানা গিয়েছে বেতন বৃদ্ধি হবে ১ জানুয়ারি থেকে। 

47

অভিজ্ঞতার ভিত্তিতেই এই বেতন বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

57

অন্যদিকে কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ড্রাইভারদের নূন্যতম বেতন এখন ১৬ হাজার টাকা হবে।

67

অভিজ্ঞতার ভিত্তিতেই এই বেতন বৃদ্ধি হয়েছে। এবার রাজ্য সরকারও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি করবে।

77

৫ বছরের অভিজ্ঞতা: যাদের তাদের বেতন হবে ২০,০০০ টাকা ।

১০ বছরের অভিজ্ঞতা: ২৫,০০০ টাকা। ১৫ বছরের অভিজ্ঞতা: ৩১,০০০ টাকা। ২০ বছরের অভিজ্ঞতা: ৩৮,০০০ টাকা

click me!

Recommended Stories