Salary Hike: খুশিতে ভাসছেন রাজ্যের এই কর্মীরা! বেতন বেড়েছে দ্বিগুণেরও বেশি! বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্নে

পশ্চিমবঙ্গ সরকার কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন বাড়িয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ১৬ হাজার থেকে বেড়ে ৩৮ হাজার পর্যন্ত হবে। নবান্ন শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে।
Deblina Dey | Published : Mar 31, 2025 6:55 AM
111

১৬ হাজার থেকে একলাফে এপ্রিলেই বাড়ছে বেতন বেড়ে হচ্ছে ৩৮ হাজার! 

211

ইতিমধ্যেই বেতন এই কর্মীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার

411

নবান্নের তরফ থেকে এই বিষেয় বিজ্ঞপ্তিও জারি করা হতে পারে বলে জানা গিয়েছে।

511

তবে সমস্ত রাজ্য কর্মী নয় কেবলমাত্র এই কর্মীদের জন্য বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার।

611

তবে এবার বেতন বাড়বে তবে সকলের একভাবে নয়। বেতন বৃদ্দির জন্য নয়া পদ্ধতি চালু করতে চলেছে মমতা সরকার। 

711

এইবার কেবলমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মীদের।

811

জানা গিয়েছে, মমতা সরকার এবার কেবলমাত্র  কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন বাড়িয়েছে।

911

নতুন নিয়োগপ্রাপ্ত সকল ড্রাইভারদের ন্যূনতম বেতন এখন প্রতি মাসে ১৬,০০০ টাকা হবে।

1011

অভিজ্ঞতা অনুসারে ২০ বছরের অভিজ্ঞতা থাকা কর্মীদের বেতন হবে ৩৮,০০০ টাকা। ১৫ বছরের অভিজ্ঞতা থাকা কর্মীদের বেতন হবে ৩১,০০০ টাকা

1111

১০ বছরের অভিজ্ঞতা থাকা কর্মীদের বেতন হবে ২৫,০০০ টাকা। ৫ বছরের অভিজ্ঞতা থাকা কর্মীদের বেতন হবে ২০,০০০ টাকা

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos