২০২৫ সালে টানা ২১ দিন ছুটি দিচ্ছে রাজ্য সরকার! কোন মাসে পাবেন এই লম্বা ছুটি? জেনে নিন

২০২৫ সালে টানা ২১ দিন ছুটি দিচ্ছে রাজ্য সরকার! কোন মাসে পাবেন এই লম্বা ছুটি? জেনে নিন

সামনের পুজোয় টানা ২১ দিন ছুটি! ছুটি দিল পশ্চিমবঙ্গ সরকার। দুর্গাপুজো থেকে একেবারে ছটপুজো মিলিয়ে টানা ২১ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মিলবে এই ছুটি।

শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে অর্থ দফতরের তরফে ছুটির তালিকা। তাতে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো মিলিয়ে ১২ দিন ছুটি দেওয়া হয়েছে।

Latest Videos

আবার ছুটি থাকবে কালীপুজো, ভাইফোঁটা এবং ছটপুজো মিলিয়ে। টানা ৯ দিন ছুটি থাকবে এই সময়ে।

আসুন জেনে নেওয়া যাক দুর্গাপুজোয় কবে কবে ছুটি থাকবে?

সামনের বছর চতুর্থী পড়েছে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার)। পঞ্চমী: ২৭ সেপ্টেম্বর (শনিবার)। ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর (রবিবার)। সপ্তমী: ২৯ সেপ্টেম্বর (সোমবার)। অষ্টমী: ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)। নবমী: ১ অক্টোবর (বুধবার)। দশমী: ২ অক্টোবর (বৃহস্পতিবার)। ৩ অক্টোবর: দুর্গাপুজোর জন্য বাড়তি ছুটি। ৪ অক্টোবর: দুর্গাপুজোর জন্য বাড়তি ছুটি। ৫ অক্টোবর: রবিবার। কোজাগরী লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর (সোমবার)। ৭ অক্টোবর (মঙ্গলবার): কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য বাড়তি ছুটি।

কালীপুজোর সময় কবে কবে ছুটি থাকবে?

কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার)। ২১ অক্টোবর (মঙ্গলবার): কালীপুজোর জন্য বাড়তি ছুটি। ২২ অক্টোবর (বুধবার): কালীপুজোর জন্য বাড়তি ছুটি। ভাইফোঁটা: ২৩ অক্টোবর (বৃহস্পতিবার)। ২৪ অক্টোবর (শুক্রবার): ভাইফোঁটার জন্য বাড়তি ছুটি। তাছাড়া ছটপুজোর জন্য ২০২৫ সালেও দু'দিন ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের ছুটির তালিকা অনুযায়ী, ছটপুজোর জন্য ২৭ অক্টোবর (সোমবার) এবং ২৮ অক্টোবর (মঙ্গলবার) ছুটি থাকবে।

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা