DA Hike: মাথায় হাত মমতার! এবার অতিরিক্ত ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে? বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

Published : May 16, 2025, 12:00 PM ISTUpdated : May 16, 2025, 12:11 PM IST

সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ৫০ শতাংশ দেওয়ার কথা থাকলেও পরে ২৫ শতাংশে নামিয়ে আনা হয়। অগাস্ট মাসে পরবর্তী শুনানি হবে।

PREV
111

শুক্রবার DA মামলার রায়ে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা জানাল সুপ্রিম কোর্ট।  অগাস্ট মাসে আবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

211

কিন্তু এরপরে এত বিপুল অঙ্কের টাকা দিতে নারাজ হয় সরকার পক্ষের আইনজীবি। বলে এত টাকা মেটানোর মত অর্থ সরকারের সঞ্চয়ে নেই। 

311

এরপর ২৫ শতাংশ ডিএ দেওয়ার রায় দিল সুপ্রিম কোর্ট। যত তাড়াতাড়ি সম্ভব সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

411

পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে অগাস্ট মাসে। বহুদিন ধরে বকেয়া ডিএ মেটানোর জন্য দাবি তুলেছিলেন সরকারি কর্মীরা। এরপর চার সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ DA দেওয়ার ঘোষণা করা হয়েছে।

511

এবার বেশ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললেন তাঁরা। অবশেষে মিলবে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা। বাকি ঘোষণা করা হবে পরবর্তী শুনানির পরে

611

অবিলম্বে টাকা ২৫ শতাংশ বকেয়া DA-র ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। প্রথমে ৫০ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

711

আপাতত দ্ওয়া হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মামলার পরবর্তী শুনানির উপর নির্ভর করে। খুশির আমেজ সরকারি কর্মী মহলে।

811

মাত্র ৪ শাতংশ ডিএ ঘোষণা করা হয়েছিল এই বাজেটে। কেন্দ্রের সঙ্গে রাজ্যে ডিএ-র তফাৎ রয়েছে অনেক। তবে ইতিমধ্যেই বেশ অনেকটা খুশির খবর শোনাল সুপ্রিম কোর্ট।

911

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা ৫৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারি DA পাচ্ছেন মোটে ১৮ শতাংশ।

1011

সব মিলিয়ে রাজ্য ও কেন্দ্রের DA-র তফাৎ ৩৭ শতাংশ। এবার এই ফারাক অনেকটাই ঘুচবে অবিলম্বে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

1111

সামনের মাসের থেকেই এই মোটা টাকা ঢুকতে পারে সরকারি কর্মীদের। চার সপ্তাহের মধ্যেই এই টাকা মেটাতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

click me!

Recommended Stories