ফের ফিরছে অস্বস্তিকর গরম! চ্যাট-চ্যাটে ঘামে অস্থির হওয়ার দিন শুরু, আবার কবে দেখা দেবে বৃষ্টি?

Published : Aug 30, 2024, 06:30 AM IST

ফের ফিরছে অস্বস্তিকর গরম! চ্যাট-চ্যাটে ঘামে অস্থির হওয়ার দিন শুরু, আবার কবে দেখা দেবে বৃষ্টি?

PREV
17
ফের বাড়বে অস্বস্তিকর গরম?

বৃহস্পতিবার আকাশ যথেষ্ট পরিস্কার ছিল। কলকাতা-সহ দুই ২৪ পরগনায় ছিঁটেফোঁটাও বৃষ্টিপাত দেখা দেয়নি বৃহস্পতিবার।

27
ফের বাড়বে অস্বস্তিকর গরম?

শুক্রবারও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা দিতে পারে রোদ ঝলমলে আকাশ।

37
ফের বাড়বে অস্বস্তিকর গরম?

ক্রমশ আকাশ পরিষ্কার হচ্ছে রাজ্য জুড়ে। কেটে গিয়েছে বৃষ্টির পূর্বাভাসষ নিম্ন চাপেরও প্রভাব কমে গিয়েছে।

47
ফের বাড়বে অস্বস্তিকর গরম?

শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। তার সঙ্গে বেশ কিছুটা বাড়তে চলেছে তাপমাত্রা।

57
ফের বাড়বে অস্বস্তিকর গরম?

তবে কখনও কখনও মেঘলা আকাশ দেখা দিতে পারে। এ ছাড়াও শনিবার পর্যন্ত দেখা দিতে পারে সামান্য বৃষ্টিপাত।

67
ফের বাড়বে অস্বস্তিকর গরম?

তবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে চলতি সপ্তাহে। আগামী সপ্তাহতেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি থাকবে বলে জানা গিয়েছে।

77
ফের বাড়বে অস্বস্তিকর গরম?

বৃষ্টিপাতের প্রকোপ কমতেই ফের বাড়বে গরম। দেখা দেবে অস্বস্তিকর আবহাওয়া, প্যাচে প্যাচে ঘাম।

click me!

Recommended Stories