সেপ্টেম্বর মাসে টানা ৩দিন স্কুল ছুটি! দেখে নিন কবে কবে বন্ধ থাকবে আপনার বাচ্চার স্কুল

দারুণ সুখবর স্কুলপড়ুয়াদের জন্য। সেপ্টেম্বর মাসে টানা ৩দিন বন্ধ থাকবে স্কুল। আর এর ফাঁকে বেশ কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। টানা ৩দিন স্কুল বন্ধ থাকলে যে তাদের মজাই মজা, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। দেখে নিন, কবে কবে বন্ধ থাকবে স্কুল। 

Parna Sengupta | Published : Aug 29, 2024 8:49 AM IST
110

পড়ুয়ারা অনেক সময় স্কুলের দৈনন্দিন রুটিন থেকে বিরতি পেতে চায়, আর তাই মাসে কিছু বিশেষ দিন স্কুল বন্ধ থাকে।

210

সেপ্টেম্বর মাসেও এমন বিশেষ কিছু দিন আসছে যখন রাজ্যের স্কুলগুলো টানা ৩ দিন বন্ধ থাকবে।

310

আগস্ট মাসে স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা এবং জন্মাষ্টমী উপলক্ষে বেশ কিছু দিন স্কুল বন্ধ ছিল, আর সেপ্টেম্বর মাসেও এমনই এক সুযোগ আসছে।

410

এ মাসে রাজ্যের স্কুলগুলি ৫টি রবিবারে বন্ধ থাকবে, যা নিয়মিত ছুটির দিন হিসেবে ধরা হয়।

510

তবে, এছাড়া ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হলেও এই দিন ক্লাস না থাকলেও সাধারণত কোনো আনুষ্ঠানিক ছুটি দেওয়া হয় না।

610

শিক্ষক দিবসের দিন সাধারণত বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান ও অনুষ্ঠান পালিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা দেওয়া হয় এবং পড়ুয়ারা উপহার দেয়।

710

১৫ সেপ্টেম্বর রবিবার পড়েছে, তাই ওই দিন স্কুল বন্ধ থাকবে।

810

এরপর, ১৬ ও ১৭ সেপ্টেম্বর ফাতেহা-দোয়াজ-দাহাম এবং বিশ্বকর্মা পুজোর কারণে স্কুল ও কলেজগুলো বন্ধ থাকবে।

910

অর্থাৎ, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে টানা ৩ দিন, ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, রাজ্যের স্কুলগুলো বন্ধ থাকবে।

1010

এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে বা কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারবেন পড়ুয়ারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos