ফের উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিল গ্রামবাসীরা!

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের সভাস্থলের আশেপাশে তৃণমূলেরই আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। দুষ্কৃতীদের আঁচ পেয়েই একজোট হন গ্রামবাসীরা। সকলে মিলে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন।

Parna Sengupta | Published : May 11, 2024 8:36 AM IST

গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতির হটস্পট সন্দেশখালি। শেখ শাহজাহানের সূত্র ধরে গত জানুয়ারি মাস থেকে সংবাদ শিরোনামে রয়েছে এই এলাকা। শেখ শাহজাহানের গ্রেফতারির পর কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। স্বস্তির শ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কিন্তু শনিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি।

এই প্রথম নয় কিছুদিন আগেও সন্দেশখালি থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্রভান্ডার বন্দুক, গুলি, বোমা থেকে বিস্ফোরক! বোমা সরাতে নামাতে হয় এনএসজি। শেষমেষ রোবট নামিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক বোঝাই। ভোটের মাঝেই CBI-NSG-র যৌথ অভিযানে সন্দেশখালির শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্রভান্ডার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উদ্ধার অস্ত্র।

Latest Videos

দুদিন আগেই সন্দেশখালির মহিলাদের একাধিক ভাইরাল ভিডিওতে নতুন করে উত্তাপ ছড়ায়। আর এরই মাঝে সন্দেশখালি থেকে উদ্ধার অস্ত্র। শুক্রবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলিয়াখালিতে পিয়ারাখালি ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা করে তৃণমূল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের সভাস্থলের আশেপাশে তৃণমূলেরই আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল।

দুষ্কৃতীদের আঁচ পেয়েই একজোট হন গ্রামবাসীরা। সকলে মিলে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন। তৎক্ষণাৎ এলাকা থেকে চম্পট দেন দুষ্কৃতীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালি থানার পুলিশ। পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ইতিমধ্যেই সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
এবার খেল দেখাবে শুভেন্দু! 'বোন বলেছি, দায়িত্ব আমার' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | RG Kar
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর