
WB Weather News: গত কয়েক দিন ধরে তীব্র গরমে একেবারে নাজেহাল অবস্থা। জ্বালাপোড়া এই গরম থেকে কবে মিলবে মুক্তি? বেলা যত বাড়ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। কেমন থাকবে বুধবারের আবহাওয়া। জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার আকাশ দিনভর আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কখনও মেঘলা আকাশের ফাঁকে রোদের উঁকি দেওয়ার সম্ভাবনাও রয়েছে। দিন ও রাতে গরমও অস্বস্তিভাব বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে সারাদিনই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বুধবার বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বুধবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Today Weather Forecast):-
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সকাল থেকে শুষ্ক ও গরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। গরম এবং অস্বস্তির মাঝে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও মেঘলা আকাশের কিছুটা স্বস্তি মিলতে পারে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ হট এবং হিউমিড ওয়েদার উপকূলের জেলায়। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হট এবং হিউমিড ওয়েদার থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তি ভাব বজায় থাকবে সকাল থেকেই।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। বজ্রবিদ্য সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (North Bengal Today Weather Forecast):-
উত্তরবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ ওপরের জেলায়। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে কিছুটা কমবে তাপমাত্রা। বুধবারে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Metrological Department)।
শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে সোমবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের বেশ কিছু জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। শনিবারে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। পূর্বাভাস মৌসম ভবনের।
আবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ১৪ জুন অর্থাৎ শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। আপাতত একদিনে বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল হবে আরও দু-তিন দিন পর, বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
মৌসুমী অক্ষরেখা গতত ২৬ মে থেকে পশ্চিমে মুম্বাই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে ২৯ মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। প্রায় ১৫ দিন থমকে থাকার পর আবার মৌসুমি বায়ু নিজের গতিতে এগোতে থাকবে।
উত্তরপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড় ও ওড়িশা সংলগ্ন এলাকার ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।