এই বছর দোলযাত্রায় মিলবে টানা ৩ দিন ছুটি! দারুণ খবর বাংলার সরকারি কর্মীদের জন্য

প্রতিটি রাজ্যেই রাজ্য সরকারের কিছু নির্দিষ্ট ছুটি থাকে। ২০২৫-এর ছুটির তালিকা দেখে বেশ খুশি রাজ্য সরকারি কর্মীরা। জানা গিয়েছে এবছর দোলে টানা ৩দিন ছুটি পাবেন তাঁরা। দেখে নিন কীভাবে!

Parna Sengupta | Published : Jan 22, 2025 6:22 PM
110

২০২৫ সালের রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা সামনে এসেছে।

210

২০২৫ সালে পুজোর ছুটি শুরু হচ্ছে চতুর্থী থেকে। ষষ্ঠী রবিবার, এমনিতেই ছুটি। তাই সেটা তালিকায় নেই।

310

একাদশী পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। আর দ্বাদশী হল রবিবার। এর পরের সোমবার লক্ষ্মীপুজোর ছুটি, তার পরেরদিনও ছুটি। অর্থাৎ চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পর দু’দিন পর্যন্ত টানা ছুটি রাজ্য সরকারি কর্মীদের।

410

এরপর অফিস খুললেও আবার একটানা ছুটি মিলবে কালীপুজোর সময়। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি।

510

কালীপুজোর দিন তো ছুটি থাকেই, তার পরের দু’দিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি। ২৩ তারিখ ভাইফোঁটা। তার পরেরদিনও ছুটি রাজ্য সরকারি কর্মীদের।

610

এর পরের দিন হল শনিবার। অর্থাৎ আবারও শনি-রবির ছুটি থাকছে। তারপর সোমবার ও মঙ্গলবার (২৭-২৮ অক্টোবর) ছটের জন্য ২দিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের।

710

দোলযাত্রাতেও টানা ছুটি থাকছে কর্মীদের। ১৪ মার্চ ছুটি থাকছে, পাশাপাশি ১৫ মার্চও ছুটি থাকছে। তার পরের দিন আবার রবিবার। অর্থাৎ একটানা তিন দিনের ছুটি।

810

এনআই অ্যাক্ট অনুযায়ী, ফেব্রুয়ারিতে ৩, ৬, ১৪ ও ২৬- মোট চারদিন ছুটি। মার্চে ১৪, ১৫, ২৭, ৩১- চারদিন ছুটি। এপ্রিল মাসে ছুটির সংখ্যা ৬। ১, ১০, ১৪, ১৫, ১৮ ও ১৯ তারিখ ছুটি থাকবে।

910

মে মাসে ১, ৯, ১২, তারিখ ছুটি। জুন মাসে ৬, ৭, ২৭ ও ৩০ তারিখ ছুটি। জুলাই মাসে কোনও ছুটি নেই, অগস্ট মাসে ৯ ও ১৫ তারিখ ছুটি।

1010

সেপ্টেম্বরে ৫, ২৬, ২৭, ২৯, ৩০ তারিখ ছুটি। অক্টোবরে ১, ২, ৩, ৪, ৬, ২০, ২৩, ২৭, ২৮ তারিখ ছুটি। নভেম্বরে ৫ ও ১৫ তারিখ ছুটি, ডিসেম্বরে ছুটি থাকবে শুধুমাত্র ২৫ তারিখ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos