নভেম্বরে নামবে বিশাল সাইক্লোনিক ঝড়! কবে থেকে বৃষ্টিপাত হতে পারে বঙ্গে? জেনে নিন

নভেম্বরে নামবে বিশাল সাইক্লোনিক ঝড়! কবে থেকে বৃষ্টিপাত হতে পারে বঙ্গে? জেনে নিন

আরও বেশ কিছুটা কমল তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বেশ অনেকটাই নেমেছে পারদ। সবথেকে বেশি পারদ নেমে গিয়েছে বীরভুমে। ১২ ডিগ্রির নিচে নেমে গিয়েছে তাপমাত্রা।

একেবারেই কমেনি কলকাতার তাপমাত্রা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আপাতত এটি একটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবারের মধ্যেই এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূল।

Latest Videos

তবে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে। যদিও আগামী শনিবার ও রবিবার উপকূলঘেঁষা দুই জেলায় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের অন্য কোনও জেলায় আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। সব জেলাতেই থাকবে কমবেশি কুয়াশা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দুই বঙ্গেই আগামী চার দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

                                 আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari