চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত হবে এই সব জেলায়! বর্ষা ঢুকতেই স্বস্তির নিশ্বাস বঙ্গে
মঙ্গলবার সারা দেশে পৌঁছেছে মৌসুমি বায়ু। কোণায় কোণায় বৃষ্টির আমেজ। অবশেষে কাটল গরম।
বর্ষা আসার তিন দিন আগে উত্তরবঙ্গে মৌসুমি বায়ু ঢুকে পড়েছিল। তিন দিন আগে ঢুকেছিল আন্দামান নিকোবরে।
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে অনেক পড়ে। তীব্র গরমের অস্বস্তি কাটছিলই না।
আগামী শনিবার পর্যন্ত রাজ্যে টানা বৃষ্টিপাত হবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে ভারী বৃষ্টি গহে দক্ষিণ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে।
এ ছাড়াও দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।
এখন বৃষ্টিপাত থাকবে কলকাতাতেও। । শহর জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
দেরি হলেও অবশেষে এল বর্ষা। অবশেষে তীব্র গরম থেকে মুক্তি পেল মানুষ।