এই বছর হবে না দুর্গাপুজো! তোলপাড় সামাজিক মাধ্যম, কী বলছেন নেটিজেনরা?

এই বছর হবে না দুর্গাপুজো! তোলপাড় সামাজিক মাধ্যম, কী বলছেন নেটিজেনরা?

Anulekha Kar | Published : Aug 20, 2024 7:12 AM IST

আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় দেশ। দোষীদের খোঁজ মেতে তদন্তে নেমেছে সিবিআই। ১৪ অগাস্ট রাত দখলে নেমে ছিলেন মহিলারা। এবার নতুন দাবি উঠল সামাজিক মাধ্যমে।

আরজিকরের প্রতিবাদে দুর্গাপুজো বন্ধের ডাক দিয়েছেন একদল নেটিজেন। এর মাঝেই অনেকে পুজোর অনুদান নিতে অস্বীকার করেছেন। যাতে দুর্গাপুজো না হয় তার দাবি তোলা হয়েছে সামাজিক মাধ্যমে। ব্যাস তারপরেই জোর শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে।

Latest Videos

তবে এই প্রস্তাবে সম্মতি জানানি অনেকই। অনেকেই বলেছেন দুর্গাপুজো বন্ধ হলে বহু মানুষের ব্যবসা নষ্ট হবে। অনেকেই রোজকারের আশায় দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করেন।

তাই এই উৎসব বন্ধ হলে বহু মানুষের পেটে টান পড়বে। এই নিয়েই তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে।

এ প্রসঙ্গে অনেকে বলেছেন, " দুর্গাপুজো বাঙালির আবেগ, বহু মানুষের রুটি-রুজি নির্ভর করে এই উৎসবের উপরে। এতে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। ফলে আবেগ বাদ দিলেও ব্যবসার অন্যতম মাধ্যম হল এই পুজো। তাই কখনই এই উৎসব বন্ধ করার কতা ভাবা উচিত নয়।"

 

Share this article
click me!

Latest Videos

‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024