সবে শেষ হল পুজোর ছুটি। তবে তাতেও মন খারাপের কিছু নেই সামনে আসছে কালীপুজোর ছুটি। কিন্তু ২০২৪ সালে এত ছুটি পেলেও। ২০২৫-এ অনেক ছুটিই নষ্ট হয়ে যাবে বলে জানা গিয়েছে।
28
সামনের বছর বেশ অনেকগুলো ছুটি পাওয়া যাবে না। তাই এখন থেকেই মন খারাপ সরকারি কর্মীদের। কিন্তু কোন কোন ছুটি পাওয়া যাবে না সামনের বছর? আসুন জেনে নেওয়া যাক সেই তালিকা।
38
২০২৫ সালে দোল পড়েছে ১৪ মার্চ (শুক্রবার)। এরপর শনি ও রবিবার মিলিয়ে মিলবে মোট টানা ৩ দিন ছুটি।
48
তবে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) রবিবার পড়েছে। তাই এই ২ দিনের ছুটি নষ্ট হয়েছে।
58
সামনের বছর ২০২৫ সালে সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী, ২ অক্টোবর দশমীতে পুজোর ছুটি।
68
তবে পরের বারও চতুর্থী থেকেই ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। এরপর লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এরপর ছুটি সব খুলতে পারে ৯ অক্টোবর।
78
আবার অন্যদিকে ১৫ অগস্টও শুক্রবার পড়েছে এরপর শনি ও রবিবার পড়ায় স্বাধীনতা দিবসেও টানা ৩ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
88
২০২৫ সালে রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট)ও রবিবার পড়েছে। তাই সব মিলিয়ে অনেকগুলো ছুটি নষ্ট হচ্ছে।