দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনে লাগবে এগুলি, নিয়ে যেতে ভুলবেন না

Published : Jan 04, 2025, 06:49 PM IST

এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান না! তাহলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন। তবে ক্যাম্পে যাওয়ার সময় এগুলি নিয়ে যেতে ভুলবেন না। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কিন্তু যারা এই প্রকল্পের টাকা এখনও পান না তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে দিয়ে আবেদন করুন।

210
দুয়ারে সরকার ক্যাম্প

সরকারি কাজের জন্য এখন আর কষ্ট করে সরকারি কার্যালয়ে যেতে হয় না। রাজ্য দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রশাসনকেই হাজির করে জনতার দরজায়।

310
দুয়ারে সরকার ক্যাম্প কবে

সম্প্রতি সন্দেশখালিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যেয়। সেখানেই তিনি জানিয়েছেন চলতি জানুয়ারি মাসেই হবে দুয়ারে সরকার ক্যাম্প।

410
গ্রাম শহর সর্বত্র

গ্রাম থেকে শুরু করে শহর- সর্বত্রই হয় দুয়ারে সরকার ক্যাম্প। গ্রামে পঞ্চায়তের অধীনে হয়। আর শহরে কাউন্সিলের অধীনে হয়।

510
সরকারি প্রকল্পের সুবিধে

দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যে কোনও সরকারি প্রকল্পের খোঁজ খবর নেওয়া যায়। আবেদনও করা যায়। সরকারি প্রকল্প সম্পর্কে কোনও সমস্যা থাকলে তার সুরাহার ব্যবস্থাও করা যায়।

610
লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন

দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পাওয়া যাবে। সেখান থেকেই আবেদন করতে হবে। সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে। তবেই মিলবে টাকা।

710
কী কী লাগবে

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে ফর্মের সঙ্গে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, তফশিলি জাতি বা উপজাতি সম্প্রদায় হলে তার সার্টিফিকেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইয়ের প্রথম পাতার জেরক্স কপি। আবেদনকারীকে ঘোষণাপত্র দিতে হবে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা।

810
মুখ্যমন্ত্রীর ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জানুয়ারিতেই হবে দুয়ারে সরকার ক্যাম্প। তবে ১৪-১৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলা, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। সংশ্লিষ্ট দিনগুলি কর্মসূচির আওতা থেকে বাদ দেওয়া হবে।

910
কবে আপনার এলাকায় ক্যাম্প

বাড়ি বসেই জানতে পারবেন কবে থেকে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে। সরকারি ওয়েবসাইট ds.wb.gov.in ভিজিট করতে হবে। ওয়েবসাইটের ডানদিকে গিয়ে সিটিজেন কর্নার থেকে Find Your Camp অপশনে ক্লিক করতে হবে।

1010
তারপরে...

তারপর জেলা এবং ব্লক নির্বাচন করলেই আপনার এলাকায় ক্যাম্পের তারিখ ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

click me!

Recommended Stories