এই চিটফান্ড সংস্থাগুলি টাকা ফেরত দেওয়া শুরু করেছে, কীভাবে পাবেন জেনে নিন
এক দশকেরও বেশি সময় আগে চিটফান্ড দুর্নীতি ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বাংলার নানা প্রান্ত। একের পর এক চিটফান্ড সংস্থার দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। এক যুগ পর কয়েকটি চিটফান্ড সংস্থা আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে।
২০১৩ সালের শুরুতে পশ্চিমবঙ্গে একের পর এক চিটফান্ড সংস্থার পর্দাফাঁস হতে থাকে
২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একের পর এক চিটফান্ড সংস্থার কথা জানা যায়। এই সংস্থাগুলিতে টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হন।
২০১৩ সাল থেকে চিটফান্ড দুর্নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে
চিটফান্ড সংস্থাগুলিতে যাঁরা অর্থ বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন, তাঁরা প্রতিবাদে সরব হন।
রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বিভিন্ন চিটফান্ড সংস্থার ঘনিষ্ঠ যোগ থাকার অভিযোগ ওঠে
সারদা-সহ বিভিন্ন চিটফান্ড সংস্থার সঙ্গে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ ওঠে।
রাজ্যে বড়মাপের চিটফান্ড দুর্নীতি প্রকাশ্যে আসার ১২ বছর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু
২০১৩ সালের শুরুতে রাজ্যজুড়ে চিটফান্ড দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। ১২ বছর পর ২০২৫ সালের শুরুতে প্রতারিত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।
রাজ্যের কয়েকটি চিটফান্ড সংস্থা বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে
রাজ্যের নির্দিষ্ট কয়েকটি চিটফান্ড সংস্থা প্রতারিত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
রাজ্যের বিভিন্ন চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রি বা নিলাম করা হচ্ছে
রাজ্যের চিটফান্ড সংস্থাগুলির সম্পত্তি নিলামে তুলে প্রতারিত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজ্যের কোন চিটফান্ড সংস্থাগুলি টাকা ফেরত দিচ্ছে সেই তালিকা দেখে নিন