এই মহিলারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কোনও মতেই টাকা দেবে না রাজ্য সরকার

এই মহিলারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কোনও মতেই টাকা দেবে না রাজ্য সরকার

Anulekha Kar | Published : Nov 3, 2024 7:02 AM IST
17

রাজ্যের ভীষণ জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। আবার এই প্রকল্পে টাকা বড়িয়েছে রাজ্য সরকার।

27

এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলাদের জন্য ১০০০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার। এবং পিছিয়ে পড়া মহিলাদের জন্য ১২০০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার।

37

তবে এই শর্তগুলি পূরণ না হলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার। এই রাজ্যের বাসিন্দা না হলে মিলবে না টাকা।

47

এ ছাড়াও আবেনকারীর অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে নইলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

57

দুয়ারে সরকার ক্যাম্প থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। ফর্ম সংক্রান্ত সমস্যাও এই ক্যাম্পে মিলবে।

67

এই প্রকল্পে টাকা দিতে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ড, তপশিলি জাতি বা উপজাতিদের জন্য তাদের সার্টিফিকেটের জেরক্স জমাদিতে হবে।

77

ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও সঠিক ভাবে না দিলে মিলবে না এই প্রকল্পের টাকা। তাই ঠিকঠাক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos