কলকাতা হোক বা জেলা, বর্ধিত বিদ্যুতের বিল নিয়ে বেশিরভাগ মানুষই জেরবার। এই পরিস্থিতিতে অনেকেই বিকল্প পথ খুঁজছেন। কম প্রচলিত বা অপ্রচলিত বিদ্যুতের মাধ্যমে কী সমস্যা মেটানো সম্ভব?
বিদ্যুতের চড়া বিলের সমস্যা নিয়ে বেশিরভাগ মানুষই জেরবার, এই পরিস্থিতিতে উপায় কী?
শুধু কলকাতা বা জেলাগুলিতেই নয়, দেশের আরও অনেক রাজ্যেই বিদ্যুতের বিল বেশ চড়া। এই পরিস্থিতিতে অনেকেই বিকল্প উপায় খুঁজছেন।
210
বর্তমানে মানুষ বেশিরভাগ প্রয়োজনেই বিদ্যুতের উপর নির্ভরশীল, এই কারণে খরচও বেড়েছে
মোবাইল ফোনে চার্জ দেওয়া হোক বা শীতকালে স্নানের জন্য জল গরম করা, বিদ্যুৎ না হলে চলে না। ফলে বিদ্যুতের খরচও বেড়ে চলেছে।
310
অনেকেই বাড়িতে সৌর বিদ্যুতের কথা ভাবছেন, এই ব্যবস্থায় কি সমস্যা মিটবে?
বিদ্যুৎ বিলের খরচ বাঁচানোর জন্য অনেকেই সৌর বিদ্যুতের ব্যবস্থা করার কথা ভাবছেন। কিন্তু সাধারণ বিদ্যুতে যে সুবিধা পাওয়া যায়, সৌর বিদ্যুতে কি সেই সব সুবিধা পাওয়া যাবে?
410
সৌর বিদ্যুতে কিছু সমস্যা আছে, কিন্তু অন্য এক বিকল্প ব্যবস্থাও রয়েছে
সৌর বিদ্যুৎই একমাত্র কম প্রচলিত বা অপ্রচলিত বিদ্যুৎ ব্যবস্থা নয়। অন্য বিকল্পও রয়েছে।
510
'ও উইন্ড টারবাইন' ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যেতে পারে
'ও উইন্ড টারবাইন'-এর নাম হয়তো অনেকেই শোনেননি। তবে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর হতে পারে।
610
'ও উইন্ড টারবাইন'-এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য সূর্যের আলো দরকার নেই
সৌরবিদ্যুৎ পুরোপুরি সূর্যের আলোর উপর নির্ভরশীল। কিন্তু 'ও উইন্ড টারবাইন' ব্যবস্থায় সূর্যালোক ছাড়াই ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়।
710
অতীতে যেমন বিভিন্ন জায়গায় উইন্ড মিল দেখা যেত, 'ও উইন্ড টারবাইন' ঠিক তেমনই
'ও উইন্ড টারবাইন' ব্যবস্থার মাধ্যমে বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এর ফলে বিনা বাড়তি খরচে বিদ্যুৎ পাওয়া যায়।
810
মার্কিন মহাকাশ সংস্থা নাসা 'ও উইন্ড টারবাইন' ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদন চালু করেছে
সারা বছর বিভিন্ন দিক থেকে বাতাস বইতে পারে। বাড়ির ছাদে 'ও উইন্ড টারবাইন' থাকলে বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি হতে পারে।
910
'ও উইন্ড টারবাইন' নিয়ে গবেষণা চলছে, এই ব্যবস্থা উন্নততর করে তোলার চেষ্টা চলছে
'ও উইন্ড টারবাইন' ব্যবস্থা নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। প্রচলিত বিদ্যুতের বিকল্প হয়ে উঠতে পারে এই ব্যবস্থা।
1010
'ও উইন্ড টারবাইন' ব্যবস্থার ফলে পরিবেশের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই
বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসানো নিয়ে অনেকেরই আপত্তি থাকে। কিন্তু 'ও উইন্ড টারবাইন' ব্যবস্থায় পরিবেশের ক্ষতি হয় না। এই যন্ত্রে কোনও শব্দও হয় না। ফলে সহজেই বিদ্যুৎ তৈরি করা সম্ভব।