এবার প্রতি সপ্তাহে জমা দিতে হবে এই রিপোর্ট! সরকারি অফিসারদের জন্য কড়া নির্দেশ দিল নবান্ন
সামনেই বিধানসভা ভোট। ২০২৬-এর বিধানসভা ভোটে কোনও খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে সমস্ত কাজ দ্রুত এগোয় তা জানতে এবার বিশেষ ফরমান জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের রাশ আগেই নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রশাসনিক কাজকর্ম নিয়েও কড়া আদেশ জারি করলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দফতরের কাজকর্ম নিয়ে খোঁজখবর করতে শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এ ছাড়াও যে সব দফতরের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে সেইসব দফতরের কাজ আরও দ্রুত সেরে ফেলতে বলেছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, প্রত্যেক দফতরের কাজ কতটা এগোচ্ছে তার সাপ্তাহিক রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়।
এই দফতরগুলির তালিকায় রয়েছে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগরোন্নয়ন, কৃষি, সেচ ও জলসম্পদ, পরিবহণ, স্বাস্থ্য–সহ আরও বেশ কয়েকটি। সরাসরি সাধারণ মানুষ এই দফতরগুলির সঙ্গে যোগাযোগ রাখে।
এই নিয়ে বিধানসভার অধিবেশনের পর মন্ত্রী পুলক রায় ও তাঁর দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া। মুখ্যসচিব মনোজ পন্থের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এবার থেকে প্রত্যেক সোমবারই বৈঠক হবে। প্রতি সপ্তাহের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পাঠাতে হবে বলে জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।