
বিজেপি'র জেতা গ্রামে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! কড়া পদক্ষেপ নিল ৭ হাজার মহিলা, কী হল দেখুন
Lakshmir Bhandar : এবার লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। ময়না বিধানসভার বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার। ৬ মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডার, টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি উপভোক্তা।
Lakshmir Bhandar : এবার লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। ময়না বিধানসভার বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার। ৬ মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডার, টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি উপভোক্তা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও টাকা না মেলার অভিযোগ। তা নিয়েই বাকচার স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুনীতা মণ্ডল সাউ একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। পূর্ব মেদিনীপুরের ময়না, সেখানে গোজিনা ও বাকচা এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকা বঞ্চিত লক্ষ্মীর ভান্ডার থেকে। গত বছরের শেষের দিকেই এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে, ওই এলাকার বহু মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। দীর্ঘ কয়েক মাস ধরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার।