Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ৩, খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

Published : Jul 14, 2025, 07:43 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Bhangar News: রাজ্জাক খান খুনের কেসে এর আগেই তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ফোনের টাওয়ার লোকেশন এর সূত্র ধরেই আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। 

ভাঙড়: ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩। আজহারউদ্দিন মোল্লা , জাহান আলি খান ওরফে কাঙাল ও রাজু মোল্লা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১০৩(১)/৩(৫) ধারা সহ অস্ত্র আইনের ২৫/২৭ ধারা দেওয়া হয়েছে।জানা গিয়েছে, আজহারউদ্দিন আগে আইএসএফ করলেও গত বছরের এই জুলাই মাসেই আসমা বিবি এবং আজহারউদ্দিন মোল্লা শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেয়। রবিবার রাতে পোলেরহাট থানার একটি আবাসন থেকে আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ।

রাজ্জাক খান খুনের কেসে এর আগেই তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ফোনের টাওয়ার লোকেশন এর সূত্র ধরেই আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। ভাঙরে শুট আউট এর ঘটনায় এই নিয়ে গ্রেফতার মোট তিনজন। পুলিশ সোমবার আজহারউদ্দিন মোল্লাকে বারুইপুর আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। আজহারউদ্দিন মোল্লা আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হওয়ায় গুরুতর আহত হয়েছিল। আহত অবস্থায় তৃণমূলে যোগ দিয়েছিল আজহারউদ্দিন।

এদিকে, গত ১০ জুলাই ভাঙড়ে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খান। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজ্জাক খানকে খুনের অভিযোগ ওঠে দুস্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত দশটার দিকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন স্থানীয় তৃণমূল নেতা রজ্জাক। 

ঘটনাস্থল থেকে জখম নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ-এর দিকে। যেহেতু ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনে তাই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন নগরপাল মনোজ বর্মা। বাজার থেকে মারিচের বাড়িতে ফেরার পথে খালের কাছে রাজ্জাক খানের উপর হামলা হয়।

হামলাকারীরা প্রথমে রাজ্জাককে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। গুলিবিদ্ধ এবং আক্রমণে গুরুতর আহত হয়ে তিনি মারা যান। ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরাও পরীক্ষা-নিরীক্ষা চালান। ঘটনা জানাজানি হলে ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে যান। নিহত রাজ্জাক খান শওকত মোল্লার ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর। খুনিদের দ্রুত গ্রেফতার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছিলেন বিধায়ক।
 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
আদিনা মসজিদ আদতে আদিনাথ মন্দির, রাজ্যসভায় দাবী করেছিলেন শমীক, দেখুন কী বলছেন তিনি