Hasin Jahan: জমি নিয়ে বিবাদের জেরে মহিলাকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় হাসিন জাহান

Published : Jul 14, 2025, 08:38 AM ISTUpdated : Jul 14, 2025, 08:41 AM IST
hasin jahan

সংক্ষিপ্ত

Hasin Jahan News: ক্রিকেটার মহম্মদ শামির (Mohammad Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ও বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। নিয়মিত বিতর্কে জড়িয়ে পড়েন হাসিন। এবার তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ উঠল।

Hasin Jahan Controversy: ক্রিকেটার মহম্মদ শামির (Mohammad Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) বিরুদ্ধে জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী মহিলাকে মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের সোনাতোড় পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার এই ঘটনা ঘটে। প্রতিবেশী মহিলা গুড্ডু বিবির বিরুদ্ধে হাসিনের প্রথম পক্ষের মেয়ে আরশি জাহানের নামে থাকা জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ করেছেন হাসিন। এই নিয়ে বচসার জেরে গুড্ডু বিবিকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে হাসিনের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসিন। তাঁর প্রতিবেশী মহিলাও থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলারের স্বামী কাজী ফরজুদ্দিনের নামেও অভিযোগ দায়ের করেছেন হাসিন। তিনি এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি। তবে থানায় অভিযোগ দায়ের হওয়ায় ঘটনা অন্য মাত্রা পেয়েছে।

কী অভিযোগ স্থানীয় বাসিন্দাদের?

হাসিনের বিরুদ্ধে সরব সিউড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কোনও বচসা বা গোলমাল হলেই বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করার ভয় দেখান হাসিন। তিনি অকথ্য ভাষায় গালিগালাজও করেন।

হাসপাতালে ভর্তি গুড্ডু বিবি

হাসিন যাঁকে মারধর করেছেন সেই মহিলা মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্সিলারের স্বামী কাজী ফরজুদ্দিন বলেছেন, 'হাসিনের মাথায় সমস্যা আছে। জমি দখল করা নিয়ে ওঁর বিরুদ্ধে অভিযোগ আছে। শুধু তাই নয় পুরসভা থেকে লোকজন বাড়িতে এলে তাঁদের সঙ্গেও খারাপ আচরণ করেন, গায়ে থুতু দিয়ে দেন। এই ঘটনায় স্থানীয় কিছু মহিলা প্রতিবাদ করাতে তাঁদেরও তিনি মারধর করেন। হাসিনের মাথায় ছিট আছে। না হলে এ রকম পাগলামো কেউ করতে পারে না। উনি কেস করতে ভালবাসেন। সুস্থ স্বাভাবিক পরিবেশকে নষ্ট করেন। আইন আইনের পথে চলবে। জোড় করে অন্যায় ভাবে কেই কারও জায়গা দখল করতে পারবে না।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা
'বাবরি মসজিদ নির্মাণ হবেই কোন শক্তি আটকাতে পারবে না', হুঙ্কার হুমায়ুনের