তিলজলায় মর্মান্তিক ঘটনা! পুকুরে স্নান করতে এসে একসঙ্গে জলে তলিয়ে গেল তিন কিশোর

Published : May 04, 2024, 08:27 AM IST
Three teenagers drown in pond in Tiljala west bengal anbak

সংক্ষিপ্ত

তিলজলায় ভয়ঙ্কর ঘটনা। স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পুকুরের জলে এক সহ্গে তলিয়ে গেল তিন কিশোর।

তিলজলায় ভয়ঙ্কর ঘটনা। স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পুকুরের জলে এক সঙ্গে তলিয়ে গেল তিন কিশোর।

মৃত তিন কিশোরের নাম মহম্মদ ইমতিয়াজ , মহম্মদ হায়দেরিয়া এবং মহম্মদ সাহিল বলে জানা গিয়েছে। মৃত তিন কিশোরের বয়স ১৪, ১৫ ও ১৬ বছর বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ৩ মে বিকেলে ওই পুকুরে স্নান করতে আসে চার-পাঁচ জন কিশোর। প্রথমে এক কিশোর পুকুরে নামে। সাঁতার না জানার কারণে ডুবে যেতে দেখে তাঁকে বাঁচাতে অন্য দুই কিশোর জলে ঝাঁপ দেয়। কিন্তু তিন জনের কেউই সাঁতার জানত না বলে নিমেষের মধ্যে জলে ডুবে মৃত্যু হয় তাঁদের।

অন্যদিকে তিন বন্ধুকে ডুবতে দেখে আশেপাশের মানুষের কাছে সাহায্য চায় অন্যান্যরা। পরে এলাকার লোকেরা পুকুরে এসে কাউকেই দেখতে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তিন কিশোরের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত তিন কিশোরই তিলজলার সাতগাছির বাসিন্দা বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন
উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া