লক্ষ লক্ষা টাকার গাড়ি, জমি বাড়ি মিলিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু কতটা ধনী দেখুন

নির্বাচনী হলফনামা অনুযায়ী বিজেপির বিদায়ী সাংসদ খগেন মুর্মুর স্ত্রী তাঁর থেকে অনেকে বেশি ধনী।

 

বাম রাজনীতি দিয়েই হাতেখড়ি মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। রাজ্যে পালা বদলের পর বর্তমানে তিনি গেরুয়া শিবিরে। ২০১৯ সালে মালদা জেলায় প্রথম পদ্ম ফুটিয়েছিলেন। চলতি লোকসভা নির্বাচনেও তিনি প্রার্থী। নির্বাচনের আগেই চুম্বন বিতর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি জমা দিয়েছেন মনোনয়ন। নির্বাচনী হলফনামা অনুযায়ী বিজেপির বিদায়ী সাংসদ খগেন মুর্মুর স্ত্রী তাঁর থেকে অনেকে বেশি ধনী।

এক নজরে দেখুন খগেন মুর্মুর সম্পত্তির পরিমাণঃ

Latest Videos

খগেন মুর্মুর আয়ঃ

২০২৩-২৪ সালে খগেন মুর্মুর আয় ৮ লক্ষ ৫৫ হাজার ৪৪০ টাকা। আগের বছর তাঁর আয় ছিল ৪ লক্ষ ৪২ হাজার ৭৪০ টাকা। ২০১৯-২০ সালে ২ লক্ষ টাকার বেশি আর ২০২০-২১ সালে আয় ছিল ৫ লক্ষ ১৩ হাজার টাকার বেশি।

স্ত্রীর বার্ষিক আয়-

খগেন মুর্মুর নির্বাচনী হলফনামা অনুযায়ী স্ত্রীর আয় ২০২৩-২৪ সালে ছিল ৪ লক্ষ ৮৭ হাজার ৫৯০ টাকা। ২০২২-২৩ সালে ৪ লক্ষ৩৫ হাজার টাকার বেশি। আর আগের দুই বছরই স্ত্রীর আয় ৩ লক্ষ টাকার বেশি ছিল। তবে ২০১৯-২০ সালে আয় ছিল ২ লক্ষ ৯৭ হাজার ৪৯০ টাকা।

খগেন মুর্মু ও স্ত্রীর সম্পত্তিঃ

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় খগেন মুর্মুর হাতে ছিল ৮৭ হাজার টাকা। স্ত্রী মঞ্জু কিস্কুর হাতে রয়েছে ১৫ হাজার টাকা। খগেনের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ লক্ষ ২৭ হাজারের বেশি টাকা গচ্ছিত রয়েছে। স্ত্রীর সাতটি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪০৫ টাকা ৪ পয়সা।

বিমা ছা়ড়াও একাধিক খাতে খগেন মুর্মুর বিনিয়োগ রয়েছে ২১ লক্ষ ৯০ হাজার ৬৪৪ টাকা। স্ত্রীর বিনিয়োগ রয়েছে ১৭ লক্ষ ৪ হাজার টাকার বেশি। তাদের ঋণের পরিমাণ ২ লক্ষ ৩৪ হাজার ৪১২ টাকা।

খগেন মুর্মুর বিষয়-সম্পত্তি

বিজেপি প্রার্থী সাড়ে ২১ লক্ষ টারা মূল্যের একটি গাড়ি ব্যবহার করেন।স্ত্রীর গাড়ির বাজার মূল্য ৪ লক্ষ ১২ লক্ষ ১০০ টাকা। সাংসদের নামে ১৪ গ্রাম অর্থার প্রায় ৯২ হাজার টাকার সোনার গয়না রচেছে। স্ত্রীর ৭০ গ্রাম অর্থাৎ ৪ লক্ষ ৬০ হাজার ২৫০ টাকার গয়না রয়েছে। খগেন মুর্মূর একাধিক বাড়ি ও কৃষিজমি রয়েছে। যার মূল্। ১৮ লক্ষ ৮৯ হাজার টাকা। স্ত্রীর বাড়ি রয়েছে মালদা শহরে। জমিও রয়েছে। যার বাজারমূস্য ৩২ লক্ষ টাকার বেশি। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের