আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাতের মধ্যেই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগানা ভিজতে পারে।
একদিকে রাজ্যে রেকর্ড তাপমাত্রা। অন্যদিকে আজই রাতের মধ্যে কলকাতা সংলগ্ন দুই জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই সময় দেশের সবথেকে বেশি তাপমাত্রা থাকে রাজস্থানের চুরুতে। আজ চুরুর তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে কলকাতার তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলাইকুণ্ডায়। সেখানে এদিনের তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের থেকে প্রায় ১০ ডিগ্রি বেশি রাজ্যের তাপমাত্রা। এই অবস্থায় স্বাস্তির বার্তা দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ রাতের মধ্যেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলা।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাতের মধ্যেই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগানা ভিজতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তিন জেলা রাতের দিকে অসহ্য গরম থেকে সাময়িক রেহাই পেতে পারে।
মঙ্গলবার সকাল থেকেই অসহ্য গরম ছিল। যদিও গত ১৫ দিন ধরেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ তাপপ্রবাহের কবলে ছিল। অসহ্য গরম সঙ্গে তীব্র তাপপ্রবাহ- রাজ্যের দক্ষিণবঙ্গের মানুষের ভাজাপোড়া অবস্থা হয়েছিল। এদিন উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপপ্রবাহ হয়েছে। শুধুমাত্র স্বস্তি ছিল পাহাড়ে। এই অবস্থাতেই আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার ও রবিবার বৃষ্টিতে ভিজতে পারে গোটা রাজ্যে।
এদিন কলকাতা তাপমাত্রার রেকর্ড করেছে। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। ৪৪ বছরে রেকর্ড তাপমাত্রা এটা। যাইহোক আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতিও থাকবে গোটা রাজ্যে।