Published : Mar 02, 2025, 09:33 AM ISTUpdated : Mar 02, 2025, 11:02 AM IST
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'বেইমান' মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর পাল্টা অভিযোগ, ২০২০ সালে অভিষেক তাঁর পায়ে ধরেছিলেন। শুভেন্দু দাবি করেন, এই ঘটনার তিনজন সাক্ষীও আছেন।
বাংলা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৬ এর নির্বাচণের প্র্স্তুতি।
210
এমনই এক সভায় রাজ্যের শাসক দলের এক সভামঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'বেইমান' বলে সম্বোধন করেছেন।
310
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তীব্র আক্রমণের পরেই শুভেন্দু অধিকারী এক সংবাদিক সম্মেলনে আসেন।
410
এই সংবাদিক সম্মেলনে প্রকাশ্যে তিনি বলেন ২০২০ সালের ডিসেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পায়ে ধরেছিলেন।
510
এমনকি শুভেন্দু অধিকারী জায়গার উল্লেখ করে বলেছেন যে, শ্যামবাজারে এক তৃণমূলকর্মীর বাড়িতেই এই কাজ করেছিলেন অভিষেক।
610
একইসঙ্গে তিনি এই কথাও বলেন যে, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গোনা দিন অবশিষ্ট'- বলেও উল্লেখ করেন তিনি।
710
পদ্ম শিবিরের দলনেতা এও দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার পায়ে ধরেছিলেন, এই ঘটার সাক্ষীও আছেন তিনজন।
810
তারা আর কেউ নন, বিহারের জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর, ওনার দলের সাংসদ বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়।
910
বিরোধী দলনেতা শুভেন্দু জানান, সেই বছরেই তিনি তৃণমূল ছেড়ে বিপেজি-তে যোগ দেন।
1010
তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়-কে হারানোর দায়িত্ব দল দেয় আমাকে। আমি সেই কথা রেখেছি, তাই এখনও আমি সেই লড়াই চালিয়ে যাচ্ছি।