তরুণীকে চাকরি দেওয়ার বিনিময়ে শারীরিক সম্পর্কের টোপ! অভিষেকের হস্তক্ষেপে তৃণমূলের পুরপ্রধানকে কড়া শাস্তি

Published : Nov 04, 2022, 08:14 AM IST
Abhishek Banerjee

সংক্ষিপ্ত

অভিযুক্ত দাঁইহাট পুরসভার পর পর ২ বারের চেয়ারম্যানকে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়ে দিল তৃণমূল।

তরুণীকে কুপ্রস্তাব তৃণমূল নেতার। ভাইরাল অডিও ক্লিপ শুনে দলের অন্দরেই উত্তপ্ত ঘাসফুল শিবির। অবশেষে কড়া ব্যবস্থা নেওয়া হল দলের নেতা শিশিরকুমার মণ্ডলের বিরুদ্ধে। দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশিরকে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ভাইরাল হওয়া ওই নেতাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে নির্দেশ দিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

এক তরুণীকে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি, সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে পুরসভার চেয়ারম্যান শিশিরকুমার মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায়। যে ক্লিপে শোনা গিয়েছে, একজন তরুণী ‘কাকা’ বলে এক জনকে সম্বোধন করে চাকরির জন্য আবেদন করছেন। তরুণীর অভিযোগ, এই কলে যে ব্যক্তিকে তিনি ‘কাকা’ বলে সম্বোধন করছেন, তিনিই দাঁইহাটের চেয়ারম্যান শিশিরকুমার মণ্ডল। পরে এই ‘কাকা’-ই তাঁকে ক্রমাগত ফোন এবং ভিডিয়ো কল করা শুরু করেন বলে দাবি করেছেন ওই তরুণী। দুর্গাপুজোর আগে তাঁকে একটি লজে ডেকে শারীরিক সম্পর্কের বিনিময়ে চাকরি ও টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ।

এই চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়তে থাকে। এতে যথেষ্ট অস্বস্তিতে পড়ে যায় শাসক পক্ষ। তৃণমূলের অন্দরেই এই নেতার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। উত্তপ্ত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে জেলা নেতৃত্বের কাছে শিশিরকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলার নির্দেশ পাঠিয়ে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এ প্রসঙ্গে প্রশাসনের তরফে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশিরকুমার মণ্ডলের যে অডিয়ো ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমে, তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশিরবাবুকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। উনি পদত্যাগ করবেন। পরে যদি ওই অডিয়ো ক্লিপ মিথ্যে প্রমাণিত হয়, তখন আবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যাবে।’’

শাস্তি পাওয়া চেয়ারম্যান শিশির মণ্ডল অবশ্য দাবি করেছেন যে, তিনি ওই মহিলাকে চেনেনই না। তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর বক্তব্য, ‘‘আমি ওই মহিলাকে চিনিই না। এখন ডিজিটাল যুগ। আমার গলা ও ছবি নকল করে ওই ভিডিয়ো ছড়ানো হয়েছে।’’ এই অভিযোগে ইতিমধ্যে কাটোয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন দাঁইহাটের দু’বারের চেয়ারম্যান শিশির। শীর্ষ নেতৃত্বের নির্দেশ আসার পর তিনি বলেন, ‘‘আমি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুরো ঘটনার তদন্ত চেয়েছি পুলিশের কাছে। পাশাপাশি, দলকেও তদন্ত করে দেখার জন্য অনুরোধ করেছি। আমি এমন কলঙ্ক নিতে চাই না। দল আমাকে পদত্যাগ করতে বলেছে। সেটা আমি করব।’’

 

আরও পড়ুন-
কামড়ের জবাবে পালটা কামড়! জশপুরের ৮ বছরের শিশুর সঙ্গে বিষাক্ত গোখরোর লড়াই, প্রাণ হারাল কে?
বিরাট কোহলি ‘ভুয়ো ফিল্ডিং’ না করলে জিতে যেত বাংলাদেশই? ক্রিকেট বিশ্বকাপে নুরুল হাসানের চাঞ্চল্যকর অভিযোগ!
১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন! সেক্স-ভিডিওর প্রতি নাবালকের আসক্তি দেখে হতবাক কর্ণাটকের পুলিশ কর্তারা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: Gold Price Today - মঙ্গলবার আবার দাম বাড়ল সোনার! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?
Weather Update: বেলা বাড়লেই লাফিয়ে চড়ছে পারদ, ঠান্ডা আর কদিন বাংলায়? রইল লেটেস্ট আপডেট