এতদিন আমরা জানতাম যে যার স্বাদ অনুসারে খাবার খেতে পছন্দ করেন।
28
যারা আবার স্বাস্থ্য-এর প্রতি যত্নবান তারা স্বাস্থের কথা মাথায় রেখে নিজেদের ডায়েট স্থির করেন।
38
তবে সম্প্রতি এবার ভেগান খাবার খাওয়ানোর উদ্যোগে দেশ জুড়ে ননভেজ নিষিদ্ধ করার ডাক তুলেছে তৃণমূলের হেভিওয়েট সাংসদ শত্রুঘ্ন সিনহা।
48
দেবভূমি উত্তরাখণ্ডে গোমাংস নিষিদ্ধ করায় তৃণমূল সাংসদ এর প্রংসশা করায় দেশ জুড়ে ননভেজ নিষিদ্ধ করার ডাক তুলেছে।
58
উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়নের প্রসঙ্গ তুলেই এই তৃণমূল সাংসদ দাবি জানিয়েছেন যে এক দেশ এক আইন মোতায়েন করাই উচিত। তাই দেশের সর্বত্র ভেগান খাওয়ার দাবি তুলেছেন তিনি।
68
যদিও তৃণমূল সাংসদ এর এহেন বেফাঁস মন্তব্য করায় পর তৃণমূলের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
78
উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি দেশ জুড়ে চালু করার দাবি করেছেন তিনি।
88
তৃণমূলের হেভিওয়েট সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেছেন এই বিষয়ে প্রধানমন্ত্রীর উচিত একটি সর্বদলীয় বৈঠক ডেকে তারপর সিদ্ধান্ত নেওয়ার।