চাকরির বড় খবর! বেকার যুবক-যুবতীদের ডেকে ডেকে চাকরি দেওয়া হচ্ছে এই বাংলায়, কারা পাবেন দেখে নিন

Published : Feb 06, 2025, 12:40 PM ISTUpdated : Feb 06, 2025, 12:46 PM IST

এবার জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র উদ্যোগী হয়ে পর্যটন শিল্পে কাজের সুযোগ করে দিচ্ছে বেকার যুবক-যুবতীদের। তাও আবার সেই কাজ হবে বাড়িতে বসেই। এ যেন কার্যত সুবর্ণ সুযোগ ।এই উদ্যোগের ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে । 

PREV
113

বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে চাকরির বাজারে রয়েছে মন্দা । শিক্ষিত বেকার যুবক-যুবতীদের সংখ্যাটা বাড়লেও তারা পাচ্ছেন না চাকরি । তবে রাজ্য সরকারের পক্ষ থেকে যা জানানো হল তাতে বোধহয় এবার হাতে চাঁদ পাওয়ার মত অবস্থা বেকার শিক্ষিত যুবক-যুবতীদের।

213

যোগ্যতা থাকলেও চাকরি না পেয়ে যারা বাড়িতে বসে রয়েছেন এবার রাজ্যের সেই ছেলেমেয়েদের চাকরির সুযোগ দিচ্ছে রাজ্য সরকার।চাকরি নিয়ে এবার এক বড়সড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।

313

জানা যাচ্ছে এবার জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র উদ্যোগী হয়ে পর্যটন শিল্পে কাজের সুযোগ করে দিচ্ছে বেকার যুবক-যুবতীদের। তাও আবার সেই কাজ হবে বাড়িতে বসেই। এ যেন কার্যত সুবর্ণ সুযোগ ।

413

এই উদ্যোগের ফলে একদিকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে আর অন্যদিকে হোটেল, হোমস্টে থেকে রিসর্ট ব্যবসায়ীরাও তাদের কাজের জন্য লোক পাচ্ছেন হাতের নাগালে।

513

পর্যটন শিল্পকে আঁকড়ে গোটা বাংলাকে যেন এভাবেই নতুন পথ দেখাচ্ছে ঝাড়গ্রাম। নিঃসন্দেহে বলা যেতে পারে সারা বাংলার পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একদম প্রথম সারিতেই।

613

এই পর্যটন শিল্পের হাত ধরেই ঝাড়গ্রামের গোটা এলাকার এসেছে পরিবর্তনের ছোঁয়া । পর্যটকদের চাহিদার ও আকর্ষণের কথা মাথায় রেখে ঝাড়গ্রামকে আরও সুন্দর করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

713

পর্যটকদের আনাগোনা বাড়তেই বাড়ছে হোটেল, হোমস্টে, রিসর্টের সংখ্যা । আর এই পর্যটন শিল্পের হাত ধরেই বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে এলাকাজুড়ে ।

813

অনেক সময় কাজের জন্য ঝাড়গ্রামের যুবক যুবতীদের অনেকেই বাড়ি ছাড়তে হয়। তবে তাদের সেইসব সমস্যা দূর করতেই এলাকার ছেলেমেয়েদের দেওয়া হচ্ছে এক চাকরির সুযোগ।

913

গত মাসের শেষের দিকে ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে হয়েছিল পর্যটন শিল্পে চাকরির জন্য ‘জব ড্রাইভ’-এর আয়োজন। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসের ওই ‘জব ড্রাইভ’ প্রোগ্রামে প্রায় ৬৫ জন যুবক-যুবতীরা এসেছিলেন।

1013

আর সেখানে বিভিন্ন ধরনের হোটেল ও হোমস্টের মালিকরা উপস্থিত থেকে সরাসারি তাঁদের ইন্টারভিউ নিয়েছিলেন। ম্যানেজার, হাউসকিপিং, রাঁধুনি-সহ বিভিন্ন পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল । যোগ্যতা দেখে ইন্টারভিউ শেষে নিয়োগ করা হয় তাঁদের।

1113

ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তার বক্তব্য ছিল,গত ডিসেম্বর থেকে নানা জব ড্রাইভ হলেও জেলার যুবক যুবতীরা জেলায় কাজের জন্য এই প্রথম হল জব ড্রাইভ । যারা নিয়োগ পেলেন তারা জেলার পর্যটন শিল্পে যুক্ত হবেন। একাধিক হোটেল, হোমস্টে ও রিসর্টের মালিকরা এসে বিভিন্ন পদে বাছাই করে নিতে পারছেন ছেলে মেয়ে। ফলে পর্যটন শিল্পে যে আরও প্রসার ঘটবে তা বলার অপেক্ষা রাখে না।

1213

বর্তমানে শিক্ষিত যুবক-যুবতীরা যেভাবে সরকারি বা বেসরকারি চাকরি পাওয়ার তাগিদে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, সেখানে ঝাড়গ্রাম জেলার এই কর্মভূমি নিয়োগ কেন্দ্রের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। জঙ্গলমহলবাসীরা এই উদ্যোগের প্রতি বেশি উচ্ছ্বসিত হয়েছেন।

1313

আগামীদিনে অন্য জেলাতেও এভাবে চাকরির সুযোগ তৈরি হলে আগামী কয়েক বছরে চাকরির বাজারের গ্রাফটা বাড়বে । এলাকার যুবক-যুবতীদের আর চাকরির জন্য ছাড়তে হবে না নিজের এলাকা

click me!

Recommended Stories