ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তার বক্তব্য ছিল,গত ডিসেম্বর থেকে নানা জব ড্রাইভ হলেও জেলার যুবক যুবতীরা জেলায় কাজের জন্য এই প্রথম হল জব ড্রাইভ । যারা নিয়োগ পেলেন তারা জেলার পর্যটন শিল্পে যুক্ত হবেন। একাধিক হোটেল, হোমস্টে ও রিসর্টের মালিকরা এসে বিভিন্ন পদে বাছাই করে নিতে পারছেন ছেলে মেয়ে। ফলে পর্যটন শিল্পে যে আরও প্রসার ঘটবে তা বলার অপেক্ষা রাখে না।