কোটিপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে বই-এর সম্ভার অবাক করার মত, লক্ষপতি স্ত্রী তৃণমূল সাংসদের

তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর কেন্দ্র থেকে ২০০৯ সাল থেকেই জিতছেন। এবারও প্রার্থী তিনি। নির্বাচনী হলফনামা অনুযায়ী কোটিপতি কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।

 

Saborni Mitra | Published : Apr 28, 2024 3:13 PM IST
110
শ্রীরামপুরের সাংসদ

২০০৯ সাল থেকেই শ্রীরামপুরের সাংসদ। দুঁকে আইনজীবী হিসেবেই তাঁর পরিচয় রয়েছে। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন।

210
নির্বাচনী হলফনামা

সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী হলফনামায় নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন। জানিয়েছেন তাঁর বই সম্ভাবের কথা।

310
কল্যানের আয়

হলফনামায় কল্যাণ ব্যানার্জি বলেছেন, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ২৬৬.০৯ টাকা। ২০২১-২২ সালেও ৪ কোটির বেশি টাকা আয় করেছিলেন তিনি। ২০২০-২১ অর্থবর্ষে আয় ছিল ৩ কোটি টাকার বেশি।

410
কল্যাণের স্ত্রীর আয়

নির্বাচনী হলফনামায় দেয়া খতিয়ান অনুযায়ী কল্যাণের স্ত্রী ছবি বন্দ্যোপাধ্য়ায়ও লক্ষ লক্ষ টাকা আয় করেন। স্ত্রীর ২০২২-২৩ অর্থবর্ষে আয় ছিল ৩ লক্ষ ৫৩ হাডার ৮৮ টাকা। তাঁর একটি বুটিক রয়েছে। কল্যাণ জানিয়েছে স্ত্রী ব্যবসা করেন।

510
কল্যাণের হাতে নগদ টাকা

হলফনামায় কল্যাণ বলেছেন, তাঁর হাতে নগদ টাকা রয়েছে ৫০ হাজার।

610
কল্যাণের গাড়ি

কল্যাণের হাতে একাধিক গাড়ি রয়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী ২-২১ সালে ২২ লক্ষ ৬৭ হাজার টাকার একটি গাড়ি কিনেছিলেন। ২০১৪ সালে ৪ লক্ষ ৪১ হাজার টাকার গাড়ি কিনেছিলেন।

710
কল্যাণ ও স্ত্রীর সোনাদানা

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের প্রচুর সোনা রয়েছএ। তাঁর কাছে ২৫০ গ্রাম সোনার আংটি রয়েছে। ১৫ এপ্রিল যার মূল্য ১৫ লক্ষ টাকা। কল্যাণের স্ত্রীর কাছে ৪০০ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।

810
কল্যাণের বই

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের কাছে প্রায় ১ কোটি মূল্যের বই রয়েছে।

910
কল্যাণের স্বাবর- অস্থাবর সম্পদ

কল্যাণের স্ববর সম্পদের পরিমাণে ৩ কোটি ৫০ লক্ষ ১০ হাজার টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ২৪লক্ষ ১৭ হাজার ৯৩৫ টাকা। ১৩ লক্ষ ৬০ হাজা ৩৯৮ টাকার ঋণ রয়েছে তৃণমূলের বিদায়ী সাংসদের।

1010
কল্যাণের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ

নির্বাচনী হলফনামা অনুযায়ী কল্যাণের স্ত্রীর স্থাবর সম্পদের পরিমাণ ৩ লক্ষ ১০ হাজার, অস্থাবর সম্পদের পরিমাণে ৭১ লক্ষ ৪১ হাজার ৫৩৬ টাকা। তাঁর স্ত্রীর হাতে নগদ নেই বলেও জানিয়েছেন তিনি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos