Dilip Ghosh: ৯৯ লক্ষ টাকার ফ্ল্যাটের মালিক কোটিপতি দিলীপ ঘোষ, পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ৪ গুণ

মেদিনীপুরের চেনাগণ্ডি থেকে এবার দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুরে। ভোটের জন্য নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন। সেখানেই স্পষ্ট তাঁর গত পাঁচ বছরে তাঁর মোট সম্পদ বেড়েছে চার গুণ।

 

Saborni Mitra | Published : Apr 26, 2024 2:59 PM IST
110
দিলীপ ঘোষের সম্পত্তি

নির্বাচনী হলফনামা অনুযায়ী দিলীপ ঘোষের ২০২০-২১ সালের তাঁর আয় ছিল ৭ লক্ষ ৭২ হাজার ২৩ টাকা। ২০২১ সালে তাঁর আয় ছিল ১৩ লক্ষ ৫০ হাজার ৮৬০ টাকা। ২০২২-২৩ সালে ৯ লক্ষ ৩৩ ৯৫০ টাকা।

210
দিলীপ প্রার্থী

দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী। তাঁর কেন্দ্রে নির্বাচন আগামী ১৩ মে। মনোনয়ন দাখিলের সময়ই তিনি নিজের আয় ব্যায় ও মোট সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন।

310
দিলীপ ঘোষের বাড়ি

দিলীপ ঘোষের একটি ৯৯ লক্ষ টাকার ফ্ল্যাট বাড়ি রয়েছে। সেটি লেদার কমপ্লেক্স থানা এলাকায়। নিজেই ফ্ল্যাটটি কিনেছেন। তার গৃহঋণ রয়েছে ৫০ লক্ষ টাকার মত।

410
দিলীপের স্থাবর সম্পত্তি

দিলীপ ঘোষের স্থাবর সম্পত্তির পরিমামে ৪০ লক্ষ ৪৫ হাজার টাকা।

510
দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তি

দিলীপ ঘোষের স্থাবর সম্পত্তির পরিমাণে ১ লক্ষ ৪২ লক্ষ টাকা।

610
নিজের কেনা সম্পত্তি

দিলীপ ঘোষের নিজের কেনা সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা।

710
উত্তরাধিকার সূত্রের পাওয়া সম্পত্তি

উত্তরাধিকার সূত্রে তিনি প্রায় ৪৩ লক্ষ টাকার সম্পত্তি পেয়েছেন। সাংসদ হিসেবে তাঁর বেতন ১ লক্ষ ৯০ হাজার টাকা।

810
দিলীপের হাতে টাকা

দিলীপ জানিয়েছেন তাঁর হাতে রয়েছে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা। জীবনবিমা রয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা। তবে তাঁর একটি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা রয়েছে। পোস্ট অফিসে রয়েছে ৩ লক্ষ ৩১ হাজার টাকা।

910
দিলীপের জমিজমা

দিলীপ ঘোষের ১.৮৮ একর কৃষি জমিরয়েছে। যারমূল্য ৪০ লক্ষ টাকা। কুলিয়ানে তাঁর একটি ৮০০ স্কোয়ারফুটের বাড়ি রয়েছে।

1010
দিলীপের নামে মামলা

দিলীপ ঘোষের নামে একাধিক মামলা রয়েছে। হাওড়ার মালিপাঁচঘড়া , উত্তরদিনাজপুরের রায়গঞ্জ, কলকাতায় হেয়ারস্ট্রিট থানা, কলকাতা ময়দান , পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, কালীঘাটসহ একাধিক জায়গায় ২৮টি অপরাধ মূলক মামলা রয়েছে। মূলত হিংসা ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos