
Tmc Leader Death News: নানুরে তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুন, আহত আরও দুই। নানুর থানার অন্তর্গত পাতি সারা গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি দোদোন থান্ডার কে পিটিয়ে খুন করা হয়েছে। তবে কি কারণে এই নৃশংস খুন, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুইজন। তাঁদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গলকোট হাসপাতালে। নিহত দোলোন থান্ডার এর দেহও ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বুথ সভাপতি কাজল শেখ অনুগামী হিসেবে পরিচিত ছিলেন সেই কারণেই কি খুন?সেই দিকেই এখন তদন্তকারীদের নজর।
ইতিমধ্যেই নানুর নানুর থানায় এলাকার বিরাট পুলিশ বাহিনী গ্রামে রয়েছে ।। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্রামে অন্নপূর্ণা পূজোর চাঁদা তোলা কে কেন্দ্র করে বিবাদ আর তার জেরেই খুন
অন্যদিকে, বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। একই মামলায় ৪ জনকে যাবজ্জীবন সাজা দিল আদালত। জমি নিয়ে দুই আত্মীয় পরিবারের বিবাদের জেরে ২০২২ সালের ধূপগুড়ির শাল বাড়িতে গোবিন্দ মণ্ডল নামে এক ব্যক্তিকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় ৯ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। দীর্ঘ ৩ বছর ধরে মামলা চলে জলপাইগুড়ি জেলা আদালতে। ওই মামলায় জলপাইগুড়ি আদালতে ৫ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়।
এর মধ্যে ৪ জনকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছর জেলের নির্দেশ দেন বিচারক।ঘটনায় সরকার পক্ষের আইনজীবী স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ দেব জানান, গত ৩ বছর ধরে এই মামলা চলে। মোট ১২ জন এই মামলায় সাক্ষ্য প্রদান করেন। উভয়পক্ষ শোনার পর জলপাইগুড়ি জেলা আদালতের থার্ড কোর্টের অ্যাডিশনাল সেশন জাজ বিপ্লব রায় ৪ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সাজা দিয়েছেন।
বাকিদের এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ দেব বলেন, “২০২২ সালের ২৯৬ নম্বর কেস। পাঁচ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে। শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডলের বাড়িতে ঘটে।
বাঁশের লাঠি, কোদাল নিয়ে বাড়িতে ঢুকে গোবিন্দর সন্ধ্যারানি ও তাঁদের ৪ ছেলেকে আক্রমণ করে। গোবিন্দ বাড়িতে ঢুকলে বাঁশ দিয়ে মাথায় মারা হয়, কোপান হয়। পরে তাঁর মৃত্যু হয়।” এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে এফআইআর হয়। ৫ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়। ৪ জনকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছর জেলের নির্দেশ দেন বিচারক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।