জুতো পায়ে আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে তৃণমূল নেতা

Published : Dec 07, 2025, 06:39 PM IST
tmc flag

সংক্ষিপ্ত

সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমান তৃণমূল নেতার। আম্বেদকরের মৃত্যু বার্ষিকীতে পায়ে জুতো পড়েই পুষ্পার্ঘ নিবেদন। সামাজিক মাধ্যমে ছবি সামনে আসতেই বিতর্ক।নিন্দায় সরব দলেরই একাংশ। 

এবার সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমান করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। মৃত্যু বার্ষিকীতে পায়ে জুতো পরেই আম্বেদকরের ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করেন তৃণমূল কংগ্রেস নেতা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই ঘরে ও বাইরে রীতিমত কোনঠাসা তৃণমূল কংগ্রেস নেতা। সামাজিক মাধ্যমে ছবি সামনে আসতেই নিন্দায় সরব দলের একাংশ। দলীয় নেতার ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা, ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে সংবিধান বিরোধী বলে আক্রমণ বিজেপির। সব মিলিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজডা।

কাঠগড়ায় মালদার তৃণমূল নেতা

সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর কে অপমান তৃণমূল নেতার। আম্বেদকরের মৃত্যু বার্ষিকীতে পায়ে জুতো পড়েই পুষ্পার্ঘ নিবেদন। সামাজিক মাধ্যমে ছবি সামনে আসতেই বিতর্ক।নিন্দায় সরব দলেরই একাংশ। ক্ষমা চাওয়ার দাবি তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। এদিকে এই ঘটনায় তৃণমূলকে সংবিধান বিরোধী এবং ভারত বিরোধী বলে আক্রমণ বিজেপির। শুরু হয়েছে তরজা। আম্বেদকার কে অপমানের অভিযোগে কাঠগড়ায় মালদা জেলা তৃণমূল এসসি ওবিসি সেলের সভাপতি মনোজ রাম।৬ ডিসেম্বর তুলসিহাটা এলাকায় দলীয় কার্য্যালয়ে সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের মৃত্যু দিবস উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক তরজা

ভাইরাল হওয়া একটি ছবি তে দেখা যাচ্ছে মনোজ রাম পায়ে জুতো পড়েই আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল নিবেদন করছে। যা কার্যত সংবিধানের রচয়িতা কে অপমান। সেই ছবি সামাজিক মাধ্যমে সামনে এনে নিন্দায় সরব হয়েছে তৃণমূলেরই একাংশ। রবিবার মূলত এই এলাকার তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এই ঘটনার বিরুদ্ধে তুলসিহাটা বাস স্ট্যান্ড এ বিক্ষোভ দেখায়। মনোজ রামকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করে। সঙ্গে তাদের প্রশ্ন এই ধরনের লোকেরা কি ভাবে দলের পদ পায়। মূলত এই মনোজ রাম এর আগে নিজের কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ছবি বের করে ফেলে দিয়ে ছিলেন বাইরে। দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে ছিলেন। তারপরেও তিনি গুরুত্বপূর্ণ পদ পেয়ে যান সাংগঠনিক রদবদলে। তবে এবার নতুন করে বিতর্কের মুখে এই তৃণমূল নেতা। যে ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি। সাফাই তৃণমূলের। যদিও অভিযুক্ত মনোজ রামের দাবি অভিযোগ ঠিক নয়। তার দলেরই যারা এটা করছে সেটা লজ্জার বিষয়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর এ কী মন্তব্য আব্দুর রহিম বক্সির? দেখুন
আইটিসি সঙ্গীত সম্মেলন ২০২৫ চলছে মহা আড়ম্বরে! সঙ্গীতের মহামঞ্চে সম্মানিত এই কিংবদন্তী শিল্পী