'আইন বহির্ভূত কাজ করলেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন', ভোটের আগেই হুঁশিয়ারি অভিষেকের

Published : Jan 17, 2026, 11:30 AM IST
Abhishek Banerjee spoke out on the helicopter controversy in Rampurhat

সংক্ষিপ্ত

Abhishek Banerjee News: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেকও বাকি নেই। তার আগেই জেলা সফর শুরু করে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Abhishek Banerjee News: জেলা সফরে বেরিয়ে পূর্ব মেদিনীপুরের পর পশ্চিম মেদিনীপুরের কলেজিয়েট মাঠে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভাা নির্বাচনের আগে জঙ্গলমহলে উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে ছিল আপামর জঙ্গলমহল।

অভিষেক বলেন, ‘‘যদি বলতাম বদল হয়েছে, বদলাও হবে, আজ সুকুর আলি, তপন ঘোষ, যারা ভাষণ দিচ্ছে বিজেপির হয়ে, তাদের খুঁজে পাওয়া যেত না। বেনাচাপড়ায় ওরা তৃণমূলকর্মীদের পুঁতেছে, ছোট আঙারিয়ায় বাড়িতে গিয়ে জ্বালিয়েছে, সবংয়ে পুকুরে বিষ দিত। বাড়িতে সাদা থান পাঠাত, জ্বালিয়ে দিত, আমরা সেই সংস্কৃতি বন্ধ করেছি। এটাই পরিবর্তন। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ২০১১ সালের আগে কত বার এসেছে?'' 

‘’মানুষকে মাথা নিচু করে বাঁচতে হত। ঝাড়গ্রামের বিরবাহা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে সবচেয়ে বড় সাফল্য হল, এই এলাকায় রাস্তায় দেহ পড়ে থাকত রোজ, সেই জঙ্গলমহলকে শান্ত করেছেন। যাদের ৫০-এর বেশি বয়স, তারা মনে রেখেছে কেশপুরের অত্যাচার। চন্দ্রকোনায় পতাকা লাগাতে দিত না। সুশান্তের নেতৃত্বে পরিবর্তন! নীচে জল্লাদ, উপরে গদ্দার! ঝাড়গ্রাম আগের বারও ৪-০। এ বারও হবে। পশ্চিম মেদিনীপুর মিলিয়ে ১৯-০ হবে। আবার আসব। সব বিধানসভায় যাব। বিজেপি-কে শূন্য করার দায়িত্ব আপনাদের। কথা দিচ্ছেন তো?''

কী বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়:-  

অভিষেক বলেন, ‘‘কোনও বুথে কেউ আইন বহির্ভূত কাজ করছেন দেখলে বিজেপির বড়-ছোট নেতার বাড়ি ঘেরাও করুন। আমাকে ডাকবেন, আমি যাব। আপনার পাশে দাঁড়াব। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। আগে জল, বাড়ির টাকা বন্ধ করত। এখন ভোটাধিকার কাড়ছে। ‘‘১২ বছর বিজেপির সরকার ক্ষমতায়। ক’পয়সা দিয়েছে ঘাটালের জন্য? খড়্গপুরের জন্য? ঘাটাল মাস্টার প্ল্যান— দীর্ঘ দিন ধরে দেব একাধিক বার সংসদে বলেছে, সরব হয়েছে, দাবি করেছে। আমি গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়েছিলাম, যে প্ল্যান হবে। ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের সরকার। ২০২৫ সালে কাজ শুরু হয়েছে। কেউ করলে আমাদের সরকারই করবে। তিন চার বছরের মধ্যে কাজ শেষ হবে। মোদী করেনি। এদের কাছে আশাও করি না। ’’

এসআই গারের ফরম জমা দেওয়ার দিন শেষ হয়েছে ১৫ জানুয়ারি এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘১০টার বেশি কোনও ফর্ম বৈধ ভাবে জমা দেওয়া যায় না। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল। সময়সীমা বাড়িয়ে ১৯ তারিখ করা হয়েছে। যারা বুথে রাজনীতি করো, মন দিয়ে শোনো, যদি কোনও বিজেপির নেতা ইআরও-র দফতরে ১০টার বেশি ফর্ম জমা দিতে আসে, তা হলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও শুনিয়ে দিয়ো। ’’

আবির তাড়িত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, ‘‘ মেদিনীপুরে যদি কোনও বুথে, কোনও বিধানসভায় বিজেপির কোনও নেতা লিড পায়, তা হলে এই সিপিএমের হার্মাদগুলিকে অক্সিজেন দেওয়া হবে। এটা মাথায় রাখতে হবে। যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ করছে, ৩৪ বছর মানুষকে অত্যাচার করেছে, আজ তারা বিজেপির নেতা! বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।’’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'লক্ষ্মীর ভাণ্ডার আমরাও ভাল দেব'! ক্ষমতায় এলে কত টাকা দেওয়া হবে তার কথাই বললেন শুভেন্দু অধিকারী
Lakshmir Bhandar: ভোটের আগে কত টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে! জমা দিতে হবে কোন ফর্ম? জেনে নিন