‘এতও ভয় কেন বাবা?’ ত্রিপুরার মঞ্চ থেকে বিজেপিকে কার্যত তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘এরা একমাত্র ভয় পায় তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলই একমাত্র দল, যে বুক চিতিয়ে লড়াই করছে,’ পাঁচ বছরের তথ্য পরিসংখ্যান দিয়ে ‘জুমলার সরকার’-কে ‘ল্যাজে-গোবরে’ করার হুঁশিয়ারি অভিষেকের। 

 

Web Desk - ANB | Published : Feb 10, 2023 1:33 PM IST
17

সামনেই ত্রিপুরা বিধানসভা ভোট আসন্ন। ইতিমধ্যে ইস্তেহার প্রকাশ করে দিয়েছে রাজ্যের প্রধান দুই যুযুধান পক্ষ তৃণমূল ও বিজেপি। তারপর আজ, ১০ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট প্রচারে গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্বের রাজ্য থেকে আবার বিভিন্ন ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের সাংসদ। এমনকী বামেদের ২৫ বছরের শাসনাধীনের চেয়েও পাঁচ বছর রাজত্ব করে বিজেপি যে ত্রিপুরার বেশি ক্ষতি করেছে, সেই কথাও জনসাধারণের উদ্দেশে জানান তিনি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার প্রতিবেশী এই পাহাড়ি রাজ্যে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে কার্যত তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
 

27

‘কমলপুর বাঁধো জোট, জোড়াফুলে সব ভোট’, এই স্লোগানেই শুক্রবার মুখর হয়ে উঠল কমলপুরে তৃণমূলের জনসভা। কেন্দ্রের ‘ডবল ইঞ্জিন সরকারের ফাঁদ’ এবং তাতে ত্রিপুরাবাসীর পা দেওয়া নিয়ে মানুষকে সচেতন করলেন তৃণমূল নেতা। আসন্ন নির্বাচনে ‘ভাঁওতাবাজ বিজেপি’-কে যোগ্য জবাব দেওয়ার হুঙ্কার শোনা গেল তাঁর গলায়।

37

সাধারণ ভোটারদের উদ্দেশ করে তিনি বলেন, ‘‌আপনারা জোট বাঁধুন। যদি ভারতীয় জনতা পার্টি আবার জেতে তাহলে রান্নার গ্যাস, পেট্রোল–ডিজেলের দাম বাড়বে। বিজেপি হারলে রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের দাম আর বাড়বে না। বিজেপি যত হেরেছে মূল্যবৃদ্ধি তত কমেছে। বিজেপিকে হারান, দেখবেন মূল্যবৃদ্ধি কমে গিয়েছে।’‌

47

মূল্যবৃদ্ধি কমার প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে বলেন, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে হারার পরেই ত্রিপুরায় পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে দিয়েছিল বিজেপি সরকার। এখানে আরও বিরোধী দল রয়েছে। কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসের চাপের সামনে নত হয়েই মুখ্যমন্ত্রীকে বদল করতে বাধ্য হয়েছে বিজেপি। 
 

57

ত্রিপুরায় তাঁর সভার আয়োজন করতে না দেওয়া প্রসঙ্গে ত্রিপুরার শাসকদল বিজেপিকে উদ্দেশ করে তাঁর স্পষ্ট কটাক্ষ, ‘এতও ভয় কেন বাবা?’ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘এরা একমাত্র ভয় পায় তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলই একমাত্র দল, যে বুক চিতিয়ে লড়াই করছে।’ উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্যে বামফ্রন্ট সরকারকে হারিয়ে সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। আর ২০২২ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ ২ মার্চ।

67

শুক্রবার ত্রিপুরার কমলপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুমন দে-র সমর্থনে ভোটপ্রচারে আসেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেখানে তিনি বলেন, ‘‌বাংলা এখন কত এগিয়ে গিয়েছে। আর বিজেপি শাসনে পিছিয়ে গিয়েছে ত্রিপুরা। সিপিএম আমলে এক জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছিল ত্রিপুরায়। কিন্তু তার থেকেও ক্ষতি গত ৫ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার করেছে। মানুষ বিজেপির ফাঁদে পা দিয়েছে। আইনশৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি, পাঁচ বছরে সবক্ষেত্রে পিছিয়ে দিয়েছে বিজেপি। 

77

ইডি বা সিবিআই দ্বারা পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের নেতাদের গ্রেফতার বা নজরদারি করা প্রসঙ্গে তিনি বিজেপিকে সতর্ক করে বলেন, ‘কারও কাছে মাথা নত করবে না তৃণমূল কংগ্রেস।’‌ ত্রিপুরার শাসনকালে পাঁচ বছরের তথ্য পরিসংখ্যান দিয়ে ‘জুমলার সরকার’-কে ‘ল্যাজে-গোবরে’ করার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos