ত্রিপুরায় তাঁর সভার আয়োজন করতে না দেওয়া প্রসঙ্গে ত্রিপুরার শাসকদল বিজেপিকে উদ্দেশ করে তাঁর স্পষ্ট কটাক্ষ, ‘এতও ভয় কেন বাবা?’ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘এরা একমাত্র ভয় পায় তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলই একমাত্র দল, যে বুক চিতিয়ে লড়াই করছে।’ উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্যে বামফ্রন্ট সরকারকে হারিয়ে সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। আর ২০২২ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ ২ মার্চ।