কোমর দুলিয়ে-ডিজে বাজিয়ে প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদ মিছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের কীর্তি

Published : Oct 31, 2025, 08:31 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

WB SIR TMC News: এসআইআর আতঙ্কে প্রৌঢ়ের মৃত্যুতে প্রতিবাদ  মিছিল যেন বদলে গেল বিজয় উল্লাসে। প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদ মিছিলে বাজল ডিজে বক্স। তারপর কী হল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB SIR TMC News: এসআইআর ইস্যুতে সারা দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাতে ভয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। পানিহাটির প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ মিছিলের নির্দেশ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোন ভিডিয়ো?

তাঁর নির্দেশমতো বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করে বারাসত ২ ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিন সকালে তৃণমূলের ব্লক সভাপতির মিছিল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শোকের আবহে প্রতিবাদ মিছিলে বাজল তারস্বরে সাউন্ড বক্স। বিজয় মিছিলের মতো সবুজ আবির খেলা থেকে কোমর দোলানো কোনও কিছুই বাদ থাকল না। ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। 

জানা গিয়েছে, বারাসত ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নিয়ে দলের অন্দরে ক্ষোভ অব্যহত। এই আবহে ‘ক্ষমতা প্রদর্শনে’ দলের দু’পক্ষই। এসআইআর নিয়ে বারাসত দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এর আগেভাগে ছিল এসআইআর বিরোধিতার ব্যানার। কিন্তু পিছনের দিকে দেখা গেল বিকট শব্দে বাজছে মাইক ও সাউন্ড বক্স। সঙ্গে আবির খেলা।

 অনেকে আবার এটাকে তৃণমূলের বিজয় মিছিল বলে কটাক্ষ করলেন। এ দিনের এই মিছিল প্রসঙ্গে কার্যত বেফাঁস মন্তব্য করে বসেন বারাসত ২ ব্লকের কর্মাধ্যক্ষ আসের আলি মল্লিক। তিনি বললেন, এসআইআরের ভয়ে সন্ত্রস্ত অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন পানিহাটির প্রদীপ কর। এদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জিয়াউল ইসলাম বলেন, দলের নির্দেশমতো আমাদের এই মিছিল হল বিজেপির বিরুদ্ধে।

অন্যদিকে শাসনের আমিনপুরে পায়ে হেঁটে শোক ও প্রতিবাদ মিছিল করল ব্লকের ‘বিক্ষুব্ধ’ তৃণমূল নেতৃত্ব। যেখানে দলের বর্ষীয়ান নেতৃত্ব থেকে জনপ্রতিনিধিদের সিংহভাগ উপস্থিত ছিলেন। মিছিল থেকে উঠল এসআইআর ও এনআরসি সর্বোপরি বিজেপির দ্বিচারিতার বিরুদ্ধে স্লোগান। 

এনিয়ে তৃণমূল নেতারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বিজেপি। একের পর মৃত্যু তারই প্রমাণ। দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জাস্টিসের দাবিতে লড়ব। এরপর তাঁদের সংযোজন, যারা মিছিল করেছে তারা শোক না বিজয় মিছিল করল জানি না। ওদের কাণ্ড দেখে লজ্জায় আমাদের মাথা হেঁট তো হচ্ছেই, সর্বোপরি মানুষের কাছে দলের সম্পর্কে কতটা খারাপ বার্তা গেল তা বলার অপেক্ষা রাখে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন