এক-দুই নয়, একেবারে ৫০! মৃতদের জীবিত দেখিয়ে ভোটার লিস্টে নাম, জেলায় তুঙ্গে শাসক-বিরোধী তরজা

Published : Aug 30, 2025, 02:10 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Malda Fake Voter News: ভোটার লিস্টে নাম রয়েছে মৃত ভোটারদের।  সরগরম জেলার রাজ্য-রাজনীতি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Malda Fake Voter News: মালদহের হবিবপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের মানিকরা, বোলডাঙ্গা গ্রামের ১৬৯ বুথ এর প্রায় ৫০ জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে। অভিযোগ, লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে। গ্রামের মানুষের প্রশ্ন মৃত ভোটারদের নাম কেন এখনো ভোটার লিস্ট থেকে কাটা হল না এর গাফিলতির দায় কার? 

 এদিকে রাজ্যে দিকে দিকে ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভুয়ো ভোটারদের সন্ধান পাওয়া যাচ্ছে। আর এই ভুয়ো ভোটার মৃত ভোটার নিয়ে রাজ্য তথা জেলার রাজনীতি সরগরম l এলাকার বাসিন্দাদের প্রশ্ন, মৃত ভোটারদের ভোট কারা দিচ্ছে, কেন নতুন ভোটার লিস্টে এখনো মৃত ভোটারের নাম রয়েছে। নাম কেন কাটা হচ্ছে না ভোট চুরি করা হচ্ছে আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

এই বিষয়ে হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান, রাজ্যের দিকে দিকে ভোটার লিস্টে মৃত ভোটারের নাম দেখা দিচ্ছে। আমার বিধানসভা কেন্দ্রেও বৈদ্যপুর অঞ্চলের বলডাঙ্গা গ্রামে প্রায় ৫০ জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে। আজকে যারা এসআইআর করতে বিরোধিতা করছে এই ভুতুড়ে ভোটারগুলির নাম রাখতে চাচ্ছে . শুধু ভোটটা লুট করার জন্য। আজকে মৃত ভোটারের নাম তারা ভোটার লিস্টে রেখে এই ভাবেই ভোট চুরি করে জিতে আসছে। ভুতুড়ে ভোটারগুলি নাম নতুন ভোটার লিস্ট থেকে অবিলম্বে বাদ দিতে হবেl

 আজকে আদিবাসী এলাকাতেও এই সমস্যা দেখা দিচ্ছে আদিবাসীরা প্রশাসনকে জানানো সত্ত্বেও তাদের নাম কাটা যায়নি। আজকে মানুষ এই ভুতুড়ে ভোটার গুলির নাম যাতে বাদ হয় সেজন্য সোচ্চার হচ্ছে । মানুষও চাচ্ছে এসআইআর হোক কিন্তু এই তৃণমূল কংগ্রেস তারা এই ভুতুড়ে ভোটারদের নাম রেখে জিততে চাচ্ছে কারণ ভুতুড়ে ভোটারই তাদের ভবিষ্যৎ

বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূলও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু। তিনি বলেন, ‘’প্রথম কথা এসআইআর যে প্রাথমিক প্রস্তুতি নির্বাচন কমিশন বিজেপি সভ একাকার হয়ে গিয়েছে, । আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যদি কোন প্রকৃত ভোটারের নাম বিজেপি এইসব নাটক করে এসআইআর মাধ্যমে নাটক করে নির্বাচন কমিশন করে । তাহলে ১০ লক্ষ লোক নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশন ঘেরাও করবো l নির্বাচন কমিশন বিজেপি সমার্থক। নাটক করছে স্বাভাবিকভাবে মৃত ভোটার নাম বাদ যাবে এটা নিয়ে নাটক করার কোন প্রয়োজন নেই। আজকে আদিবাসীদের নাম যখন ভোটার লিস্ট থেকে বাদ যাবে তখন এই আদিবাসীরা বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুকে তাড়া করবে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?